ডিমের বাজারে আগুন: মিডিয়াকে দুষলেন প্রাণিসম্পদ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ অক্টোবর ২০২৪, ১৬:১৩| আপডেট : ১১ অক্টোবর ২০২৪, ১৬:১৭
অ- অ+

বাজারে হুহু করে বাড়ছে গরিবের ‘আমিষ’ ডিমের দাম। এ নিয়ে সবাই সিন্ডিকেটকে দায়ী করলেও মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার দুষলেন গণমাধ্যমকে। সংবাদ প্রকাশের ক্ষেত্রে গণমাধ্যমকে সতর্ক হওয়া উচিত বলে মনে করছেন তিনি।

শুক্রবার রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশে বিশ্ব ডিম দিবসের অনুষ্ঠানে একথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, মিডিয়ার নিউজ প্রচারণার বিষয়ে সতর্ক হওয়া উচিত। এমনভাবে হেডলাইন করা হচ্ছে, দেশে ব্যবসায়ী ও ভোক্তা দু’দিকেই আতঙ্ক সৃষ্টি করছে। তাই ডিমের দাম বাড়ার জন্য মিডিয়াও কিছুটা ভূমিকা রাখছে।’

তবে এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টাও ডিম বাড়ার পেছনে সিন্ডিকেটই মূল কারণ বলে উল্লেখ করেন।

তিনি বলেন, ‘ডিমের দাম বাড়ার পেছনে সিন্ডিকেটই বড় কারণ। তবে ডিমের দাম কমাতে উৎপাদন বৃদ্ধি, প্রান্তিক খামারিদের সঙ্গে সংযোগ বাড়ানো ও ফিডের দামের দিকে নজর দেওয়া হচ্ছে।’

এদিকে শুক্রবারের বাজারমূল্য অনুযায়ী ডিমের দাম কিছুটা কমেছে। ডজনে ১০ টাকা কমে ১৫৬ টাকায় ডিম বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

(ঢাকাটাইমস/১১অক্টোবর/এলএম/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বালিয়াকান্দিতে মাদকবিরোধী অভিযানে ৩৪০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
দেশে ফিরছেন খালেদা জিয়া, সবাই উচ্ছ্বসিত: মির্জা ফখরুল
সাগর-রুনির হত্যাকারী দুজন, তবে শনাক্ত করা যাচ্ছে না: টাস্কফোর্সের প্রতিবেদন
বাংলাদেশ বিমানে নয়, কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সেই দেশে ফিরবেন খালেদা জিয়া
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা