বাবরের ব্যাটিং দেখে পুরো বিশ্ব হাসছে, তার বিশ্রাম নেওয়া উচিত: বাসিত আলী

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ অক্টোবর ২০২৪, ১৩:২৩
অ- অ+

সময়টা একেবারের ভালো যাচ্ছে না পাকিস্তান ক্রিকেট দল। হারের বৃত্ত ভেঙে কোনোভাবেই বের হতে পারছে না তারা। ঘরের মাঠে বাংলাদেশের কাছে দুই টেস্টের সিরিজে হোয়াইওয়াশ হয়েছিল পাকিস্তান। এবার ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টেও বড় হার স্বাগতিকদের। ঘরের মাঠে পাকিস্তানের এমন বাজে পারফরম্যান্সের সমালোচনা করেছেন পাকিস্তানের সাবেক ব্যাটার বাসিত আলী।

মুলতান টেস্টে বাবর আজম করেছেন দুই ইনিংসে মাত্র ৩৫ রান। প্রথম ইনিংসে ৩০, পরের ইনিংসে ৫! পাকিস্তানও হেরেছে ইনিংস ও ৪৭ রানের ব্যবধানে।

এ ছাড়া টেস্টে টানা ১৮ ইনিংসে কোনো হাফসেঞ্চুরি নেই বাবরের। এমন পরিস্থিতিতে তার বিশ্রাম নেওয়া উচিত বলে মনে করেন বাসিত আলি।

নিজের ইউটিউব চ্যানেলে বাবরকে নিয়ে হতাশা প্রকাশ করেছেন বাসিত বলেন, ‘বাবর আজমের বিশ্রাম প্রয়োজন। বাবরেরই বলা উচিত—আমার বিশ্রাম দরকার। অন্য কেউ এমন পারফর্ম করলে হয়তো তিন ম্যাচ পরই বাদ পড়ত সে। এটাই রূঢ় সত্য।’

‘যথেষ্ট হয়েছে। (বাবরের ব্যাটিং দেখে) পুরো বিশ্ব হাসছে। এভাবে কেউ কি খেলে?’-যোগ করেন সাবেক এই ক্রিকেটার।

শান মাসুদের নেতৃত্বের নিয়ে বাসিত বলেছেন, ‘অধিনায়ক হিসেবে শান মাসুদ ব্যর্থ। আমি দেখে এসেছি যে শান মাসুদ একজন ওপেনার। তার ওপেন করা উচিত। কিন্তু সে তিন নম্বরে ব্যাটিং করে। এখন কী হবে? আপনি কাকে বাদ দেবেন? তার উচিত নিজের পজিশনে ব্যাটিং করা। সে তো অধিনায়কত্বও বোঝে না। এ দলটির কী হয়েছে? এটা দুঃখজনক।’

(ঢাকাটাইমস/১২ অক্টোবর/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইসরায়েলের সঙ্গে সংঘাতের পর প্রথমবার জনসমক্ষে এলেন আয়াতুল্লাহ আলী খামেনি
মুন্সীগঞ্জে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড: দলিল লেখকপট্টিতে পুড়ে ছাই ২০ দোকান
আজ রাত আড়াইটায় নারী ফুটবল দলকে সংবর্ধনা দেবে বাফুফে
ঢাকা বিভাগের ৫৬টি আসনে খেলাফত মজলিসের প্রার্থীদের নাম ঘোষণা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা