সোনারগাঁয়ে দুর্গোৎসব উপলক্ষে ত্রাণ বিতরণ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
শনিবার বিকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সোনারগাঁ থানা যুবদলের উদ্যোগে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ভৈরব্দী এলাকায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ত্রাণ বিতরণ করা হয়।
ভৈরব্দী শ্রী শ্রী দুর্গাপূজা কমিটির অনুকূল দাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খাইরুল ইসলাম সজীব।
বিশেষ অতিথি ছিলেন, মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, কৃষক দলের সদস্য সচিব বাবুল আহমেদ, থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ মোল্লা, থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাকিব হাসান, যুগ্ম আহ্বায়ক কাউসার, মোগরাপাড়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আরিফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
(ঢাকা টাইমস/১২অক্টোবর/এসএ)

মন্তব্য করুন