এশিয়ান রোয়িং চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন ইরানের নোরুজি
ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
প্রকাশিত : ১৩ অক্টোবর ২০২৪, ১৯:২৫

ইরানের নারী রোয়ার জেইনাব নোরুজি উজবেকিস্তানের সমরকন্দে চলমান ২০২৪ এশিয়ান রোয়িং চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতেছেন৷
নোরুজি লাইটওয়েট নারীদের একক-স্কুল রোয়িং ইভেন্টে ৮:০২.৭২১ সময় নিয়ে প্রথম ফিনিশিং লাইন অতিক্রম করেন।
উজবেকিস্তান এবং হংকং থেকে তার প্রতিদ্বন্দ্বীরা যথাক্রমে রৌপ্য এবং ব্রোঞ্জ পদক জিতেছে।
২০২৪ এশিয়ান রোয়িং চ্যাম্পিয়নশিপ ১০ থেকে ১৪ অক্টোবর উজবেকিস্তানের সমরকন্দে অনুষ্ঠিত হচ্ছে। সূত্র- মেহর নিউজ।ঢাকাটাইমস/১৩অক্টোবর/ইএস

মন্তব্য করুন