মিরপুরে রাস্তা আটকে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ অক্টোবর ২০২৪, ১১:২২| আপডেট : ১৪ অক্টোবর ২০২৪, ১২:২০
অ- অ+

সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন রাজধানীর ঢাকা-ক্যান্টনমেন্ট সংলগ্ন কচুক্ষেত এলাকার আটটি পোশাক কারখানার শ্রমিকরা। সোমবার সকাল থেকে কয়েক হাজার শ্রমিক এই বিক্ষোভে অংশ নিয়েছে।

বিক্ষোভের ফলে মিরপুর-১৪ থেকে কচুক্ষেত পর্যন্ত দীর্ঘ যানজট তৈরি হয়। সড়কে অবস্থানরত শ্রমিকদের অভিযোগ, গত ৫ আগস্টের পর পরিবর্তিত পরিস্থিতিতে তাদের তিন মাসের বেতন বকেয়া আছে। সেটা পরিশোধ না করা পর্যন্ত এই আন্দোলন চলবে বলে তারা জানান।

বিক্ষোভে অংশ নেওয়া আল-আমিন (২৬) নামে এক শ্রমিক বলেন, ‘গত তিন মাস ধরে আমাদের বেতন বকেয়া আছে। বেতন না পাওয়ায় পরিবার চলছে না। বকেয়া বেতন না পাওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।’

এদিকে দুর্গাপূজার সরকারি ছুটি শেষে সোমবার প্রথম কর্মদিবসে এই আন্দোলনের কারণে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছেন। সড়কে দীর্ঘ যানজটের ফলে বিপাকে অফিসগামী হাজার হাজার মানুষ।

(ঢাকাটাইমস/১৪অক্টোবর/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিরাজগঞ্জে সরকারি অফিস ‘দখল করে’ জামায়াতের কার্যালয়ে
গণবিরোধিতার কারণে বিশেষ গোষ্ঠীকে দেশের মানুষ অনেক আগেই হলুদ কার্ড দেখিয়েছে: সেলিম উদ্দিন 
চিলড্রেন্স পার্টি কথাবার্তা শুনে আমাদের বিভ্রান্ত হওয়ার কারণ নেই: মির্জা আব্বাস 
খুলনায় ট্রেন-ট্রাক সংঘর্ষ, রেল যোগাযোগ বন্ধ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা