আন্দোলনে আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসন দিতে হবে: ডা. জাহিদ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১৪ অক্টোবর ২০২৪, ২২:৩৪

অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসা ও পুনর্বাসন দিতে হবে। প্রয়োজনে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করতে আহ্বান জানান তিনি।

সোমবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের দেখতে ঢাকার নিউরোসাইন্স হাসপাতালে গিয়ে এসব কথা বলেন ডা. জাহিদ। এসময় দলের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম ও বেশ কয়েকজন চিকিৎসক উপস্থিত ছিলেন। নেতারা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে গিয়ে আহতদের চিকিৎসার খোঁজ নেন এবং সান্ত্বনা দেন।

পরে উপস্থিত সাংবাদিকদের ডা. জাহিদ হোসেন বলেন, আমরা হাসপাতালে আহত ব্যক্তিদের চিকিৎসার খোঁজখবর নিয়েছি। আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে সরকারকে আহ্বান জানাই। প্রয়োজনে দেশের বাইরে পাঠানো হোক। অথবা বিদেশে থেকে ডাক্তার আনা হোক। দেশে কিছু সরঞ্জামের ঘাটতি রয়েছে। নিউরোলোজিতে নিউরো সায়েন্স হাসপাতাল ভালোভাবেই চিকিৎসাসেবা দিচ্ছে। অনেকের চোখের সমস্যা, কারও পায়ের সমস্যা, কারও মাথায় সমস্যা হয়েছে।

তিনি বলেন, আহতদের বেশিরভাগই আর্থিকভাবে অসচ্ছল। কেউ ভ্যান চালক, কেউ দিনমজুর ইত্যাদি পেশার। আমি সরকারকে অনুরোধ করবো তাদের দিকে বিশেষভাবে নজর দিতে। যাতে পূর্ণাঙ্গ চিকিৎসা পায়। আহতদের চিকিৎসা ও পুনর্বাসন করতে হবে।

ডা. জাহিদ হোসেন বলেন, আমরাও জাতীয়তাবাদী দলের পক্ষে সাধ্যমতো সহযোগিতা দিচ্ছি। সাধারণ মানুষও এগিয়ে এসেছে। আমরা কিন্তু কোনো রাজনৈতিক দলের হিসেবে বিবেচনা করে কাউকে সহযোগিতা করছি না। আমরা দলমতের বাইরে গিয়ে যারাই আন্দোলনে হতাহত হয়েছেন তাদেরকে সহযোগিতা করছি। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ও তত্ত্বাবধানে সারা দেশে এটা করা হচ্ছে। শহীদ প্রত্যেকটি পরিবারের মাঝে সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। কারও কাছে কোনো হতাহতের তালিকা বা তথ্য থাকলে আমাদের জানাবেন। আমরা তাদের ব্যাপারেও সহযোগিতার ব্যবস্থা করবো।

(ঢাকাটাইমস/১৪অক্টোবর/জেবি/এমআর)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিরোধ গড়ে তুলতে হবে: আমিনুল হক 

রিমান্ডে অসুস্থ জুনায়েদ আহমেদ পলক, ঢাকা মেডিকেলে ভর্তি 

শেখ হাসিনার বিচার বাংলার মাটিতেই হবে: এবিএম মোশাররফ 

অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে দেশের কপালে দুঃখ আছে: আব্দুল হাই সিকদার 

গণতান্ত্রিক সরকার ছাড়া সাংবিধানিক সংস্কার সম্ভব না: আব্দুল আউয়াল মিন্টু

তারেক রহমানের ৩১ দফা অনুযায়ী রাষ্ট্র চলবে: টুকু

গোপালগঞ্জ হবে বিএনপির উর্বর ভূমি: সৈয়দ জয়নুল আবেদীন মেসবাহ

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নতুন কমিটি

জনগণের প্রতিনিধিত্বের সরকার প্রতিষ্ঠা হলে বাজার নিয়ন্ত্রণে আসবে: তারেক রহমান

ফ্যাসিস্ট আ.লীগ অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে চক্রান্তে লিপ্ত: ডা. ইরান 

এই বিভাগের সব খবর

শিরোনাম :