আলোচিত ‘মামা জাকির’ গ্রেপ্তার, আছে সাতটি হত্যা মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ অক্টোবর ২০২৪, ২৩:০২| আপডেট : ১৯ অক্টোবর ২০২৪, ২৩:২৫
অ- অ+

ঢাকার সাভার উপজেলার সাবেক চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজিবের কথিত ভাগনে জাকির হোসেন ওরফে মামা জাকিরকে গ্রেপ্তার করা হয়েছে। জাকিরের বিরুদ্ধে সাতটি হত্যা মামলা রয়েছে।

শনিবার রাতে ডিএমপির উপপুলিশ কমিশনার (মিডিয়া ও পাবলিক রিলেশনস) আবু তালেব এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সাত হত্যা মামলার আসামি জাকির হোসেন ওরফে মামা জাকিরকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

এদিকে ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক ঢাকাটাইমসকে জানিয়েছেন, ‘সন্ধ্যায় বসুন্ধরা আবাসিক এলাকা থেকে জাকিরকে গ্রেপ্তার করা হয়। তাকে আজই সাভার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে। তার বিরুদ্ধে যেসব হত্যা মামলা আছে তার সবই সাভার থানায়।’

জানা গেছে, সাভারে একচ্ছত্র সাম্রাজ্য ধরে রাখতে বিভিন্ন পর্যায়ে লাঠিয়াল বাহিনী গঠন করে সাবেক উপজেলা চেয়ারম্যান ও শীর্ষ সন্ত্রাসী আওয়ামী লীগ নেতা রাজিব। যার দায়িত্বে ছিল রাজিবের কথিত ভাগনে জাকির হোসেন ওরফে মামা জাকির। সেই মূলত রাজিবের সব ব্যবসা প্রতিষ্ঠান দেখভাল করত। এ ছাড়াও সাভার এলাকায় নতুন ব্যবসা প্রতিষ্ঠান গড়তে চাইলে মামা জাকিরের মধ্যস্থতায় অনুমতি দিত রাজিব। অবৈধ সবকিছুই থাকত জাকিরের হেফাজতে। সাভারে ‘জাতীয় মামা’ হিসেবে পরিচিতি পেয়েছিল এই জাকির।

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর জাকির আত্মগোপনে ছিল। আজ ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করল।

(ঢাকাটাইমস/১৯অক্টোবর/এসএস/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সুনামগঞ্জে কোটি টাকা মূল্যের ভারতীয় ৯০টি গরুসহ নৌকা জব্দ 
সাবেক আইজিপি মোদাব্বির হোসেন চৌধুরীর ইন্তেকাল 
মনোহরদীতে এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসায় সিলিং ফ্যান, নলকূপ ও খাদ্যসামগ্রী বিতরণ
নির্বাচন নিয়ে কোনো তালবাহানা জনগণ মানবে না: টুকু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা