হাজারীবাগে ভবন নির্মাণে চাঁদাবাজির অভিযোগে একজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ অক্টোবর ২০২৪, ১৮:৫৪
অ- অ+

রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে চাঁদাবাজির অভিযোগে জামাল হাওলাদার (৩৮) নামে একজনকে গ্রেপ্তার করেছে হাজারীবাগ থানা পুলিশ। তার নাম জামাল হাওলাদার।

শনিবার হাজারীবাগের আল-জামিয়া মদিনাতুল উলুম মাদ্রাসার সামনে থেকে স্থানীয় লোকজনের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।

রবিবার ডিএমপি মিডিয়া সেন্টার থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চাঁদাবাজির অভিযোগে গত ২০ অক্টোবর আলাল গাজী নামে একজন সিভিল কন্ট্রাক্টর জামাল হাওলাদারসহ অজ্ঞাতনামা ৪/৫ জনের বিরুদ্ধে হাজারীবাগ থানায় একটি মামলা রুজু করেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, বাদী আলাল গাজী হাজারীবাগ থানার মেন্ডিডেন্টাল কলেজ রোড সালিহীন টাওয়ার-১ এর নির্মাণাধীন বিল্ডিংয়ের কন্ট্রাক্টর হিসেবে কাজ করছেন। দুই মাস আগে গ্রেপ্তারকৃত জামাল হাওলাদারসহ অজ্ঞাতনামা আসামিরা তার নির্মাণাধীন প্রজেক্টের সামনে অবস্থান করে তাকে ডেকে এনে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। তাদের দাবিকৃত চাঁদার টাকা না দিলে তার প্রজেক্টের কাজ বন্ধ করে দেওয়ার ও তাকে খুন করার হুমকি প্রদান করেন। বাদী আলাল গাজী মৃত্যুর ভয়ে তাৎক্ষণিক তার নিকট থাকা নগদ ২ লাখ ২১ হাজার টাকা আসামি জামাল হাওলাদারকে দেন।। পরবর্তীতে বাদী আলাল গাজী গত ১৯ অক্টোবর দুপুরে হাজারীবাগ থানার মেন্ডিডেন্টাল কলেজ রোডে আল জামিয়া মদিনাতুল উলুম মাদ্রাসা ও এতিমখানা সংলগ্ন মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় গ্রেপ্তারকৃত আসামি জামাল হাওলাদারসহ অজ্ঞাতনামা আসামিরা আবারও ৫ লাখ টাকা চাঁদা দাবি করে।

এসময় বাদী আলাল চাঁদার টাকা পরিশোধে অপারগতা প্রকাশ করলে আসামিরা তাকে মারতে যান। তার চিৎকারে আশেপাশের স্থানীয় লোকজন ও মসজিদের মুসল্লিরা এবং হাজারীবাগ থানার একটি টহল টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে আসামি জামাল হাওলাদারকে হাতেনাতে আটক করেন। এ সময় তার সাথে থাকা অন্যান্যরা দৌড়ে পালিয়ে যান।

গ্রেপ্তারকৃতকে হাজারীবাগ থানার দায়েরকৃত মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।

(ঢাকাটাইমস/২০অক্টোবর/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সুনামগঞ্জে কোটি টাকা মূল্যের ভারতীয় ৯০টি গরুসহ নৌকা জব্দ 
সাবেক আইজিপি মোদাব্বির হোসেন চৌধুরীর ইন্তেকাল 
মনোহরদীতে এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসায় সিলিং ফ্যান, নলকূপ ও খাদ্যসামগ্রী বিতরণ
নির্বাচন নিয়ে কোনো তালবাহানা জনগণ মানবে না: টুকু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা