ঢাবিতে শিক্ষার্থীদের ওপর হামলা: ৩৯১ ছাত্রলীগনেতার বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা

কোটা সংস্কার আন্দোলন চলাকালীন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গত ১৫ জুলাই শিক্ষার্থীদের ওপর বর্বরোচিত হামলার ঘটনায় ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৩৯১ জন নেতাকর্মীর নামপরিচয় উল্লেখ করে শাহবাগ থানায় মামলার আবেদন করা হয়েছে। মামলায় অজ্ঞাতপরিচয় আসামি আরও ১০০০ জন।
সোমবার বিকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের শিক্ষার্থী মো. আবু সায়াদ বিন মাহিন সরকার এই মামলার আবেদন করেন।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আসামি অনেক, এজন্য যাচাই-বাছাই সাপেক্ষে মামলাটি নথিভুক্ত করা হবে।
মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন- ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন, সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জয়দেব নন্দী, সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী চৌধুরী আ ন ম নকিব আশরাফ।
এছাড়াও মামলায় আসামি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের ছাত্রলীগের নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে।
গত ১৬ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনা ঘটে। ছাত্রলীগ নেতাকর্মীদের হামলায় অন্তত ৩৫০জন শিক্ষার্থী আহত হন। এই হামলার পর দেশব্যাপী নিন্দার ঝড় উঠে। কোটাবিরোধী আন্দোলন আরও বেগবান হয়। শিক্ষার্থীদের কর্মসূচিতে পুলিশ গুলি চালালে এক পর্যায়ে তা সরকার পতনের এক দফা আন্দোলনে রূপ নেয়। যার পরিপ্রেক্ষিতে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়তে হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।
(ঢাকাটাইমস/২১অক্টোবর/এসকে/ইএস)

মন্তব্য করুন