মানিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের দায়ে লাখ টাকা জরিমানা

খাগড়াছড়ির মানিকছড়িতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই ব্যক্তির কাছ থেকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা বাটনাতলী ইউনিয়নের মরাডলু ও যোগ্যাছোলা ইউনিয়নের আসাদতলী এলাকায় পৃথক অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহীনা নাছরিন।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহীনা নাছরিন জানান, উপজেলার মরাডলু ও আসাদতলী এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর ৪(ছ) ধারায় দুই ব্যক্তির কাছ থেকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। অবৈধ বালু মহাল বন্ধে উপজেলা প্রশাসনের নিয়মিত অভিযান অব্যহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।
(ঢাকা টাইমস/২৪অক্টোবর/এসএ)

মন্তব্য করুন