কেশবপুরের চিনাটোলা বাজারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের এজেন্ট আউটলেট উদ্বোধন

শরীয়াহ্ভিত্তিক আধুনিক ব্যাংকিং সেবা প্রত্যন্ত অঞ্চলের গ্রামীণ জনপদের মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়ার লক্ষ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের কেশবপুর শাখা, যশোরের অধীনে চিনাটোলা বাজার এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন করা হয়েছে। রবিবার ব্যাংকের এজেন্ট আউটলেট উদ্বোধনের আয়োজন করা হয়।
ব্যাংকের খুলনা অঞ্চলপ্রধান আহমেদ আশিক রাজী প্রধান অতিথি হিসেবে এ আউটলেট উদ্বোধন করেন।
এ সময় ব্যাংকের অল্টারনেটিভ ডেলিভারি চ্যানেল ডিভিশনের প্রধান মোহাম্মদ মছউদুর রহমান, কেশবপুর শাখা ব্যবস্থাপক জি. এম. মোস্তফা মনওয়ার, বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা রফিকুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী বাবু সুকুমার দে প্রমুখ উপস্থিত ছিলেন।
এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধনের শুরু থেকেই নগদ জমা-উত্তোলন, অনলাইন ব্যাংকিং ও রেমিট্যান্স সেবাসহ বিভিন্ন ব্যাংকিং সেবা পাচ্ছেন গ্রাহকরা।(ঢাকা টাইমস/২৭অক্টোবর/এসএ)

মন্তব্য করুন