শান্তর অধিনায়কত্ব ছাড়া নিয়ে যা বললেন তাইজুল ইসলাম

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ অক্টোবর ২০২৪, ১৪:২৬
অ- অ+

ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলছে বাংলাদেশ। যেখানে প্রথম টেস্টে ৭ উইকেটের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ। তবে সিরিজের চেয়ে বেশি আলোচনায় অধিনায়ক শান্ত। কেননা এই প্রথম টেস্ট শেষে খবর ছড়ায়, সব ফরম্যাটের অধিনায়কত্ব ছাড়ছেন শান্ত।

টেস্টের আগের দিনেও আজ সোমবার সংবাদ সম্মেলনে আসেননি শান্ত, যেখানে দেখা গেল তাইজুল ইসলামকে। এই স্পিনারের কাছেই শান্তর নেতৃত্ব ছাড়া নিয়ে জানতে চাইলে কিছুটা এড়িয়ে গেলেন।

তবে পরবর্তীতে তাইজুল বলেন, 'এই বিষয়ে আমি এখনও শুনিনি, এটা আমার পার্টও না। এ বিষয়ে আমি সঠিক জানি না। ক্যাপ্টেন কে হবে এরকম টিম মিটিং কখনই হয়নি। আমি জানিই না ভাই এ বিষয়ে।'

সিরিজের মাঝপথে অধিনায়কত্ব নিয়ে এসব কথা উঠলে দলে কতটা প্রভাব ফেলে এমন প্রশ্নের জবাবে তাইজুল বললেন, 'এটা টিম গেম। টিম কী করে ভালো থাকবে এটাই ইম্পরট্যান্ট। প্রভাব হয়ত কেউ কেউ নিতে পারে, কেউ কেউ নির্ভার থেকে নিজের কাজ করে যেতে পারে। আমি সবসময় নির্ভার থেকে নিজের কাজ করার চেষ্টা করি। দলে এসব যখন ঘটে জানি না কে কীভাবে নেয়, সবার মানসিকতা একরকম না। প্রশ্নটা গভীর, এটার উত্তর আসলে আমার কাছে নেই, এটাই সত্যি। ম্যানেজমেন্ট বা বোর্ডের মিটিংয়ে আমি বা খেলোয়াড়রা থাকে না। কোচ ক্যাপ্টেন কে হচ্ছে এটা আসলে আমাদের পার্ট না।'

দলের সিনিয়র ক্রিকেটার হিসেবে তাইজুল বলেন, 'আমার যে অভিজ্ঞতা হয়েছে, আমার কাছ থেকে আপনি কতটা নিচ্ছেন এটা গুরুত্বপূর্ণ। হোক টিমমেট বা দেশের জনগণ। মাঠে যখন বিভিন্ন পরিস্থিতি আসে, ফিল্ড পজিশন বা ব্যাটারকে সেটআপ এগুলো মাঝে মাঝে আমি বলে থাকি। ক্যাপ্টেনও জিজ্ঞেস করে। আমি চেষ্টা করি ভূমিকা রাখার।'

(ঢাকাটাইমস/২8 অক্টোবর/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
১৬ মে থেকে 'দ্বৈত নাগরিকত্ব সনদের' আবেদন শতভাগ অনলাইনে 
গাজীপুরে হাসনাত আব্দুল্লাহর ওপর হামলা, হাতে জখম, গাড়ির কাচ ভাঙচুর
এনআরবিসি ব্যাংকের ২০০তম পর্ষদ সভা অনুষ্ঠিত
পঞ্চগড় সদর বিএনপির সম্মেলন: সভাপতি দাউদ, সম্পাদক বাবু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা