এল ক্লাসিকোতে রিয়ালের লজ্জার হার নিয়ে ভিদালের ব্যঙ্গ

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ অক্টোবর ২০২৪, ১৫:০৫
অ- অ+

চিরপ্রতিদ্বন্দ্বী দুই স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার এল ক্লাসিকো দেখতে মুখিয়ে থাকেন ফুটবলপ্রেমীরা। সময়ের পরিক্রমায় চরিত্রগুলো পাল্টায়, কিন্তু এল ক্লাসিকোর উত্তেজনা, রোমাঞ্চ ও ঝাঁজ থাকে সব সময় অভিন্ন। এবার আরও একটি এল ক্লাসিকো উপভোগ করলেন ফুটবলপ্রেমীরা। যেখানে মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা।

টানা ৪২ ম্যাচ অপরাজিত থাকা রিয়ালের এমন বড় হার অনেকের কাছেই অপ্রত্যাশিত। হয়তো সে কারণেই বার্সেলোনা সিবিরে আনন্দের জোয়ার একটু বেশি। দলের বিশাল জয়ে অনেক সাবেক ফুটবলারও উৎফুল্ল। যে তালিকায় আছেন আর্তুরো ভিদালও।

লিওনেল মেসি ও নেইমার জুনিয়র দুজনই বার্সেলোনার জয়ে উচ্ছ্বসিত। বার্সার ইনস্টাগ্রামে এক পোস্টে ইন্টার মায়ামির আর্জেন্টাইন মহাতারকা লেখেন, ‘কী দারুণ একটা জয়।’ নেইমার স্বদেশী রাফিনহার পোস্টের মন্তব্যের ঘরে লেখেন, ‘ভিস্কা বার্সা।’ উল্লেখ্য, বার্সার চতুর্থ গোলটি করেন রাফিনহা।

উচ্ছ্বাস প্রকাশের সুযোগ হাতছাড়া করেননি ২০১৮ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত বার্সায় খেলা চিলির ফুটবলার আর্তুরো ভিদালও। তার উচ্ছ্বাস প্রকাশের একটি ভিডিও গণমাধ্যমে এসেছে। বার্সার জয়ে উচ্ছ্বাসের পাশাপাশি রিয়াল মাদ্রিদকে নিয়ে ব্যঙ্গ করেছেন এই ৩৭ বছর বয়সি।

ভিডিওতে দেখা যায়, গাড়িতে বসে আছেন ভিদাল। হাস্যোজ্জ্বল ভঙ্গিতে একটি একটি করে চারটি আঙুল দেখান তিনি, যা মূলত ঘরের মাঠে রিয়াল মাদ্রিদের চার গোল হজম করার ব্যাপারটিকে নির্দেশ করে। এরপর চোখে হাত দিয়ে এমন ভঙ্গি করেন, যার অর্থটা অনেকটা দাঁড়ায় যে, রিয়ালের জন্য ৪ গোল হজম করা ভীষণ লজ্জার।

স্বদেশী ক্লাব কোলো কোলোর হয়ে সিনিয়র ক্যারিয়ার শুরু করা ভিদাল বায়ার লেভারকুসেন, জুভেন্টাস, বায়ার্ন মিউনিখ হয়ে ২০১৮ সালে বার্সেলোনায় নাম লেখান। ২০২০ এ চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্নের বিপক্ষে ৮-২ গোলের হারের পর তাকে ছেড়ে দেয় কাতালান ক্লাবটি।

সে বছরই ইতালি জায়ান্ট ইন্টার মিলানের ডেরায় পা রাখেন ভিদাল। এরপর ২০২২ সালে যান ব্রাজিলিয়ান ক্লাব ফ্ল্যামেঙ্গোতে। এরপর আরেক ব্রাজিলিয়ান ক্লাব অ্যাতলেটিকো প্যারানেন্সে খেলে এখন কোলো কোলোয় ফিরেছেন ভিদাল।

(ঢাকাটাইমস/২8 অক্টোবর/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
১৬ মে থেকে 'দ্বৈত নাগরিকত্ব সনদের' আবেদন শতভাগ অনলাইনে 
গাজীপুরে হাসনাত আব্দুল্লাহর ওপর হামলা, হাতে জখম, গাড়ির কাচ ভাঙচুর
এনআরবিসি ব্যাংকের ২০০তম পর্ষদ সভা অনুষ্ঠিত
পঞ্চগড় সদর বিএনপির সম্মেলন: সভাপতি দাউদ, সম্পাদক বাবু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা