সাবেক উইং কমান্ডারের স্ত্রী খুন: সিকিউরিটি গার্ড গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ অক্টোবর ২০২৪, ২২:৫৯| আপডেট : ২৮ অক্টোবর ২০২৪, ২৩:১৫
অ- অ+

রাজধানীর মিরপুর ডিওএইচএসে বিমানবাহিনীর সাবেক উইং কমান্ডারের স্ত্রী ফারহা দীবাকে হত্যার ঘটনায় বাসার সিকিউরিটি গার্ড মিলন মিয়াকে (২৩) গ্রেপ্তার করেছে র‍্যাব।

সোমবার সন্ধায় নারায়ণগঞ্জের ফতুল্লা থানার কাশিপুর এলাকা থেকে র‍্যাব-৪ ও র‍্যাব-১১ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

র‍্যাব জানায়, ওই নারীকে হত্যার পর ১৫ ভরি স্বর্ণালংকার ও নগদ সাড়ে ১৬ লাখ টাকা নিয়ে পালিয়ে যায় সিকিউরিটি গার্ড ও গাড়িচালক।

এর আগে রবিবার বিকালে মিরপুর ডিওএইচএ এর ১০ নম্বর এভিনিউ এর ১০ নম্বর রোডের একটি বাসা থেকে বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা কাজী আব্দুল মতিনের স্ত্রী ফারাহ দীবার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করে পল্লবী থানা পুলিশ। ঘটনার পর থেকে বাসার তত্ত্বাবধায়ক ও গাড়িচালক পলাতক ছিল।

সোমবার ডিএমপির মিরপুর বিভাগের পল্লবী জোনের সহকারী কমিশনার পহন চাকমা জানিয়েছেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্ত চলছে। ধারণা করা হচ্ছে রবিবার সকালে বাসার তত্ত্বাবধায়ক ও গাড়িচালক ওই নারীকে হত্যার পর কিছু মালামাল লুট করে পালিয়েছেন। ঘটনার সময় বাসাতে ওই নারী ছাড়া কেউ ছিলেন না। ওই নারীর স্বামী, ছেলে ও মেয়ে চাকরিজীবী। তারা বাইরে থাকার সুযোগ নিয়ে হত্যার ঘটনাটি ঘটানো হয়েছে। ওই নারীর শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, এ ঘটনায় কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। রহস্য উদ্‌ঘাটনের চেষ্টা চলছে।

(ঢাকাটাইমস/২৮অক্টোবর/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আমাদের মধ্যে মতানৈক্য দেশটাকে খেয়ে ফেলবে: মির্জা আব্বাস 
নৌপথে অসুস্থ শিশুকে দ্রুত চিকিৎসা সহায়তা কোস্টগার্ডের
পরকীয়ার জেরে পুলিশ সদস্য স্বামীকে হত্যা: স্ত্রীসহ ছয়জনকে গ্রেপ্তার করল যাত্রাবাড়ী থানা পুলিশ
প্রাণঘাতী গুলি না ব্যবহারের অনুরোধ সায়ানের, পুলিশের কাউন্সিলিংয়ের পরামর্শ নিপুনের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা