শ্যামপুরে জমে থাকা গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৩, অবস্থা আশঙ্কাজনক

ঢাকার শ্যামপুরে একটি বাসায় জমে থাকা গ্যাস বিস্ফোরণে তিনজন দগ্ধ হয়েছেন। সোমবার দিনগত রাত আড়াইটার দিকে সাততলা নীল বিল্ডিং নামে পরিচিত একটি ভবনে এ দুর্ঘটনা ঘটে।
আশঙ্কাজনক অবস্থায় দগ্ধ তিনজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তারা হলেন— তুষার (৪০), জামাল (২৫) ও জামিল (২৪)।
দগ্ধ তুষারের ভাই মো. দিপু বলেন, ভবনটির সপ্তম তলায় থাকে তুষার। সে তেমন কিছু করে না। আর ষষ্ঠ তলায় থাকে জামাল। সে থাকে জুরাইন বাগানবাড়ি এলাকায়। সোমবার রাতে সপ্তম তলায় তুষারের বাসায় গিয়েছিল জামাল এবং জামিল। সেখানে আড্ডা দিচ্ছিল। পরে মধ্যরাতে বিস্ফোরণ হয়। এতে তাদের তিনজনেই দগ্ধ হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
তিনি আরও জানান, দুর্ঘটনার খবর শুনে হাসপাতালে গিয়ে তাদের দেখতে পান। ধারণা করা হচ্ছে, রুমে জমে থাকা গ্যাসের কারণে এই বিস্ফোরণ হয়েছে।
জামিলের বাবা ইকবাল হোসেন জানান, তাদের বাসা জুরাইন বাগানবাড়ি এলাকায়। জামিলের কিছুটা মানসিক সমস্যা রয়েছে। সোমবার বাসা থেকে বের হয়েছিল। যে বাসায় দুর্ঘটনা হয়েছে সেখানে মাঝেমধ্যেই যেত সে। তবে গতরাতে কীভাবে দুর্ঘটনা ঘটেছে সে বিষয়ে তিনি কিছুই জানেন না।
হাসপাতালের বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. মো. তরিকুল ইসলাম জানান, ‘শ্যামপুর থেকে দগ্ধ তিনজনকে হাসপাতালে আনা হয়েছে। এদের মধ্যে তুষারের শরীরের শতভাগ পুড়ে গেছে, জামিলের ৫৫ শতাংশ এবং জামালের ৭৫ শতাংশ দগ্ধ হয়েছে। তিনজনের অবস্থাই আশঙ্কাজনক।’
(ঢাকাটাইমস/২৯অক্টোবর/এজে)

মন্তব্য করুন