উত্তরায় যৌথবাহিনীর অভিযানে শীর্ষ সন্ত্রাসী আলতাফ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ অক্টোবর ২০২৪, ১২:২১| আপডেট : ৩০ অক্টোবর ২০২৪, ১৩:২৫
অ- অ+

রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী ঠোঁটকাটা আলতাফকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। এ সময় আলতাফের সঙ্গে থাকা কয়েকজন সহযোগীকেও গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার মধ্যরাতে উত্তরা-৮ নম্বর সেক্টরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

যৌথবাহিনী বলছে, আলতাফের নেতৃত্বেই লুট হয় উত্তরা পূর্ব থানার অস্ত্র। চাঁদাবাজি, অস্ত্র-মাদক ব্যবসা ও কিশোর গ্যাং পুষে পুরো এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন তিনি।

জানা গেছে, তার আসল নাম আলতাফ হোসেন। তবে ঠোঁটকাটা আলতাফ নামেই পরিচিত। মাদক ও অস্ত্র ব্যবসা এবং কিশোর গ্যাংয়ের মাধ্যমে রাজধানীর উত্তরা এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেন তিনি। আত্মরক্ষার্থে তিনি বিশেষ প্রজাতির কুকুর সঙ্গে রাখতেন। আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অনেকটা আড়ালেই ছিলেন আলতাফ।

আলতাফ মঙ্গলবার উত্তরা ৮ নম্বর সেক্টরের বাইদ্যা বস্তি এলাকায় নিজ আস্তানায় ফেরেন। রাতে ডগ স্কোয়াডসহ বস্তিতে যৌথ অভিযানে নামে সেনাবাহিনী। এসময় গ্রেপ্তার করা হয় আলতাফকে।

যৌথবাহিনী জানিয়েছে, আলতাফের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় ১০টিরও বেশি মামলা রয়েছে। অপরাধীদের আইনের আওতায় আনতে চলমান থাকবে এ অভিযান।

(ঢাকাটাইমস/৩০অক্টোবর/এলএম/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নিবন্ধন স্থগিত হলেও ইসির তফসিলে থাকছে ‘নৌকা’, অন্তর্ভুক্ত হচ্ছে না ‘শাপলা’
ঋণের টাকার চাপে গৃহবধূর আত্মহত্যা
তত্ত্বাবধায়ক সরকার নিয়োগে বিএনপির নতুন প্রস্তাব
খুলনায় যৌথ অভিযানে অস্ত্র, গুলি ও ইয়াবাসহ আটক ১
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা