এবার খালেদা জিয়ার বিরুদ্ধে হওয়া নাশকতা মামলা বাতিল

দেশের পটপরিবর্তনের পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে হওয়া একাধিক মামলা বাতিল হয়েছে, আবার কোনোটি থেকে তিনি অব্যাহতি পেয়েছেন। এবার সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে রাজধানীর দারুস সালাম থানায় হওয়া একটি নাশকতার মামলা বাতিল হলো।
বৃহস্পতিবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মামলাটি বাতিলের রায় দেন।
এদিন আদালতে খালেদা জিয়ার পক্ষে কোর্টে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার কায়সার কামাল।
এসময় আদালতে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল, ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, অ্যাডভোকেট জাকির হোসেন, অ্যাডভোকেট ছিদ্দিক উল্লাহ মিয়া, ব্যারিস্টার সানজিদ সিদ্দিকী প্রমুখ।
আদালতে আইনজীবীরা বলেন, ২০১৫ সালে সরকারবিরোধী আন্দোলনে নাশকতার অভিযোগে রাজধানীর যাত্রাবাড়ী থানায় তিনটি ও দারুস সালাম থানায় সাতটি মামলা করা হয়। এসব মামলায় এফআইআরে খালেদা জিয়ার নাম ছিল না। চার্জশিটে তার নাম ঢোকানো হয়।
দীর্ঘদিন থেকে হাইকোর্টের আদেশে এসব মামলার কার্যক্রম স্থগিত ছিল। খালেদা জিয়ার আবেদনের প্রেক্ষিতে এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে ১০টি মামলা বাতিল করলেন হাইকোর্ট।
এদিকে হাইকোর্টের একই বেঞ্চ মুক্তিযোদ্ধাদের সংখ্যা নিয়ে মন্তব্যকে কেন্দ্র করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের হওয়া রাষ্ট্রদ্রোহ মামলাও বাতিল করেন বিচারক।
(ঢাকাটাইমস/৩১অক্টোবর/এজে)

মন্তব্য করুন