পদ্মায় নিখোঁজের ২ দিন পর শিশুর মরদেহ উদ্ধার

রাজবাড়ী প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ নভেম্বর ২০২৪, ১৪:০৪| আপডেট : ০১ নভেম্বর ২০২৪, ১৪:১৬
অ- অ+

রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মায় ডুবে নিখোঁজের দুদিন পর জুবায়ের হাসান (১২) নামে এক মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার সকাল ৯টার দিকে দৌলতদিয়া লঞ্চঘাট এলাকায় থেকে তার মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।

এর আগে বুধবার বিকাল ৪টার দিকে লঞ্চঘাট এলাকায় নদীতে গোসল করতে গিয়ে ডুবে যায় জুবায়ের। নদীতে দুদিন উদ্ধার কার্যক্রম চালিয়েও শিশুটির কোনো খোঁজ পায়নি ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

মৃত জুবায়ের হাসান রাজবাড়ী সদর উপজেলার কুটির হাট এলাকার লাবলু শেখের ছেলে। সে দৌলতদিয়ার আঞ্জুমান-ই-কাদেরিয়া মাদ্রাসাতু সাবিইল হাসান দাখিল মাদ্রাসায় ষষ্ঠ শ্রেণিতে পড়তো।

দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) এমরান মাহমুদ তুহিন এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘বুধবার বিকাল ৪টার দিকে দৌলতদিয়া লঞ্চঘাট এলাকায় জুবায়ের ও তার দুই সহপাঠী গোসল করতে যায়। এসময় হঠাৎ নদীতে ডুবে গিয়ে নিখোঁজ হয় জুবায়ের। তাকে উদ্ধারে স্থানীয়রা নদীতে নেমে খোঁজ করলেও কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।’

গোয়ালন্দ উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার সাবেকুল ইসলাম বলেন, ‘আমাদের এখানে ডুবুরি না থাকায় আরিচা ফায়ার স্টেশন থেকে ডুবুরি দল এসে ওইদিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শিশুটিকে উদ্ধারে কাজ শুরু করে। তবে দেড় ঘণ্টা উদ্ধার কার্যক্রম চালিয়েও শিশুটির কোনো খোঁজ মেলেনি। পরে রাত ৮টার দিকে উদ্ধার কার্যক্রম শেষ করা হয়। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পুনরায় উদ্ধার কার্যক্রম চালিয়েও শিশুটির কোনো খোঁজ পায়নি ডুবুরি দল।’

তিনি আরও বলেন, ‘শুক্রবার সকালে দৌলতদিয়া লঞ্চঘাট এলাকায় নদীতে ভাসতে দেখে শিশুটির মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা। এ ব্যাপারে নৌ-পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবে।’

(ঢাকা টাইমস/০১নভেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টঙ্গীতে প্রতিবন্ধী তরণীকে হাত-পা বেঁধে নির্যাতন করে হত্যা 
নুসরাত ফারিয়ার বিষয়ে তদন্ত হচ্ছে, নির্দোষ হলে ছেড়ে দেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত বাইডেন দুই মাসের মধ্যে মারা যেতে পারেন: লরা লুমার
ফ্যাসিবাদের পতন হলেও গণতন্ত্র পুনরুদ্ধার হয়নি: নজরুল ইসলাম খান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা