রূপগঞ্জে মাদক-সন্ত্রাস-চাঁদাবাজি ও দখলবাজির বিরুদ্ধে সমাবেশ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, নৈরাজ্য ও দখলবাজির বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর নির্দেশনায় শুক্রবার উপজেলার ইছাখালী মাঝিনা নদীরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, গত ১৬ বছর আওয়ামী লীগ দেশে দুঃশাসন কায়েম করেছে। দেশে লুটপাট করেছে। দেশের মানুষ এর সমুচিত জবাব দিয়েছে।
কায়েতপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল বাকী আবিরের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন কায়েতপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম আহাম্মেদ।
সমাবেশ সঞ্চালনায় ছিলেন কায়েতপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কাজল মিয়া।
(ঢাকা টাইমস/০২নভেম্বর/এসএ)
মন্তব্য করুন