গণতন্ত্র রক্ষার জন্য জিয়া পরিবার অপরিহার্য: এসএম জিলানী

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ০২ নভেম্বর ২০২৪, ২৩:৫২
অ- অ+

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী বলেছেন, দেশের গণতন্ত্র রক্ষার জন্য জিয়া পরিবার তথা বাংলাদেশ জাতীয়তাবাদী দল অপরিহার্য। আগামীর বাংলাদেশ হবে বৈষম্যমুক্ত ও দুর্নীতি মুক্তসহ সর্বোপরী তারেক রহমানের বাংলাদেশ। এজন্য দেশপ্রেম নিয়ে সততার সঙ্গে দলের নেতাকর্মীদের রাজনীতি করতে হবে।

শনিবার সন্ধ্যায় গাইবান্ধা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

যৌথ কর্মীসভায় সভাপতির বক্তব্যে যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেন, গত ১৬ বছর অনেকে ছাত্রত্ব হারানোসহ অত্যাচার-নির্যাতনের শিকার হয়েছেন। মৃত্যুর ঝুঁকি নিয়ে রাজপথে দাঁড়িয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা লড়াই সংগ্রাম করেছেন। বিগত সময়ে বাংলাদেশের মানুষের কোনো স্বাধীনতা ছিল না। নির্বাচন কমিশন ছিল কিন্তু একটিও সফল নির্বাচন করতে পারেনি। প্রশাসন ছিল, আদালত ছিল কিন্তু কোন বিচার ছিল না, আমাদের নিরাপত্তা ছিল না। এজন্য সারা বিশ্বে শেখ হাসিনা সরকার নিষ্ঠুরতম স্বৈরশাসক হিসেবে পরিচিত ছিল।

জেলা ভিত্তিক ‘সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে দিকনির্দেশনা মূলক’ যৌথ কর্মীসভার আয়োজন করে গাইবান্ধা জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।

ঢাকাটাইমস/০২নভেম্বর/জেবি

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মার্কিন পণ্যে শুল্কছাড় নিয়ে ট্রাম্পের দাবি নাকচ করল ভারত
৪৬ কোটি টাকার উদ্ধারকৃত মাদক ধ্বংস করল কোস্টগার্ড
পাবনায় গাছ থেকে পড়ে দিনমজুরের মৃত্যু
কক্সবাজারে উড্ডয়নের সময় চাকা খুলে পড়া বিমানটি নিরাপদে অবতরণ করল শাহজালালে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা