বাংলাদেশ নিয়ে ট্রাম্পের মন্তব্য তার নির্বাচনী প্রচারণার অংশ: ধর্ম উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ নভেম্বর ২০২৪, ২১:৩৫
অ- অ+

অন্তর্বতী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা এএফএম খালিদ হোসেন বলেছেন, বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের সদস্যদের ওপর নিপীড়নের অভিযোগ সম্পর্কে মার্কিন নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য তার নির্বাচনী প্রচারণার একটি অংশ। তার উদ্দেশ্য কিছু ভোট সংগ্রহ করা। সরকার তার কথার সঙ্গে একমত পোষণ করে না।

রবিবার সাভারের বিরুলিয়ায় ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ড্যাফোডিল সেন্টার দুই দিনব্যাপী ‘সুন্নাহ কনফারেন্সের’ উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, ‘হিন্দু, বৌদ্ধ এবং খ্রিস্টান সম্প্রদায়ের লোকদের নিপীড়নের বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের অভিযোগ তার নির্বাচনী প্রচারণার অংশ। ডোনাল্ড ট্রাম্প মূলত ভোট পাওয়ার জন্য এ ধরনের অভিযোগ করেছেন এবং আমরা তার সাথে একমত নই।’

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে যেই জয়ী হোক না কেন বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি ঘটবে না।

উপদেষ্টা আরও বলেন, ‘দুই দেশের মধ্যে ভুল বোঝাবুঝি আলোচনার মাধ্যমে সমাধান করা হবে। ডোনাল্ড ট্রাম্প এর আগে ক্ষমতায় ছিলেন এবং বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক অনেক পুরনো।’

হিন্দু সম্প্রদায়ের সদস্যরা এখন বাংলাদেশে খুব ভালো আছেন এবং তারা সম্প্রতি তাদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা নিরাপদে উদযাপন করেছেন কারণ সরকার এই বিষয়ে সম্ভাব্য সব ব্যবস্থা নিয়েছে।

তিনি বলেন, ‘তাদের ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনে কোনো বাধা নেই। তারা (হিন্দু সম্প্রদায়) সরকারের কাছে কিছু দাবি রেখেছে, যা এখন সরকারের উচ্চ পর্যায়ে বিবেচনাধীন রয়েছে।’

বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) ড. নকিব মোহাম্মদ নাসরুল্লাহ, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোহাম্মদ শামসুল আলম এবং ড্যাফোডিল ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ড. এম লুৎফর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/০৩নভেম্বর/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টাঙ্গাইলে গভীর রাতে ককটেল বিস্ফোরণ, আহত ২
আ.লীগ নিষিদ্ধের দাবিতে গণজমায়েত: যমুনা ছেড়ে মঞ্চের সামনে জড়ো হচ্ছে নেতাকর্মীরা
সাভারে বাস-ট্রাক সংঘর্ষে দুজন নিহত
বনশ্রীতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেল পলাতক আসামি গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা