আগের চেয়ে বেশি ধ্বংসাত্মক অস্ত্র দিয়ে ইসরায়েলে হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ নভেম্বর ২০২৪, ০৯:৫৬| আপডেট : ০৪ নভেম্বর ২০২৪, ১১:২৫
অ- অ+
ফাতাহ হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সামনে আইআরজিসির প্রধান মেজর জেনারেল হোসেন সালামি ও এরোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলি হাজিজাদেহ

আগে ব্যবহৃত হয়নি এমন অস্ত্র দিয়ে ইসরায়েলের ওপর ভয়াবহ হামলার প্রস্তুতি নিচ্ছে মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী দেশ ইরান। দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নির্দেশের পর এই প্রস্তুতির খবর এলো। আগামী কয়েকদিনের মধ্যে এই হামলা হতে পারে।

ইরানি ও আরব কর্মকর্তাদের কয়েকটি সূত্র মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালকে জানিয়েছে, আগের দুটি হামলায় ব্যবহৃত হয়নি এমন শক্তিশালী ওয়ারহেড এবং অন্যান্য অস্ত্র ব্যবহার করবে ইরান।

একজন মিশরীয় কর্মকর্তা দ্য জার্নালকে বলেছেন, তেহরান কায়রোকে ব্যক্তিগতভাবে সতর্ক করেছে যে, ২৬ অক্টোবর ইরানের ওপর ইসরায়েলের বিমান হামলার প্রতিক্রিয়া আগের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার চেয়ে ‘শক্তিশালী হবে।

টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, একজন ইরানি কর্মকর্তা বলেছেন, যেহেতু তাদের সামরিক বাহিনীর চারজন সৈন্য এবং একজন বেসামরিক লোক প্রাণ হারিয়েছে, তাই প্রতিক্রিয়া জানানোর প্রয়োজন রয়েছে।

কর্মকর্তা বলেছেন, আক্রমণটি ইসরায়েলি সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে চালানো হবে। হামলা চালাতে ইরাকে ভূখণ্ড ব্যবহার করা হতে পারে।

এদিকে যুক্তরাষ্ট্র ইরানকে সতর্ক করে বার্তা দিয়েছে, তারা যদি ইসরায়েলে ফের হামলা চালায় তাহলে এবার ইসরায়েলকে তারা আটকাতে পারবে না। অর্থাৎ ইসরায়েলের নতুন পাল্টা জবাব হবে অনেক বড়। তারা ইরানের পারমাণবিক স্থাপনাতেও হামলা চালাতে পারে।

ঢাকাটাইমস/০৪নভেম্বর/ইএস

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
লাখাইয়ে শ্মশান কালী পূজায় বিএনপি নেতৃবৃন্দ 
পাচার হওয়া টাকা ফেরত আনতে আন্তর্জাতিক সংস্থার সঙ্গে কাজ করছে সরকার: প্রেস সচিব
জ্যামাইকা টেস্ট: ৯৫ রানেই ৫ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ
সত্যের সৌন্দর্য হলো ষড়যন্ত্রের ওপর জয়লাভ: তারেক রহমান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা