চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ নভেম্বর ২০২৪, ১৬:৩৬| আপডেট : ০৪ নভেম্বর ২০২৪, ১৬:৪৫
অ- অ+

চুয়াডাঙ্গা শহরে সড়ক দুর্ঘটনায় কুলসুম বেগম (৪০) নামে এক নারী নিহত হয়েছেন। সোমবার বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা পৌরসভার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত কুলসুম বেগম চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়ার বাজারপাড়ার ইছা মিস্ত্রীর মেয়ে।

স্থানীয় ইউপি সদস্য আল বেলাল এ তথ্য নিশ্চিত করে বলেন, সকালে কুলসুম বেগম ভ্যানে সদর উপজেলার ডিঙ্গেদহে তার বোনের বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে চুয়াডাঙ্গা পৌরসভার সামনে পৌঁছালে একটি রিকশার সঙ্গে ভ্যানের সংঘর্ষ হয়। এতে ভ্যান থেকে ছিটকে পাকা রাস্তার উপরে পড়ে কুলসুম বেগমের মাথায় আঘাতপ্রাপ্ত হন। পরে স্থানীয় ব্যক্তিরা আহত অবস্থায় কুলসুমকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করলে কিছুক্ষণ পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শাপলা খাতুন বলেন, আহতাবস্থায় এক নারীকে জরুরি বিভাগে নেওয়া হয়। ওই নারীকে পরীক্ষা-নিরীক্ষা করার পর বুঝতে পারি তিনি মারা গেছেন। হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ খালেদুর রহমান বলেন, ভ্যান থেকে ছিটকে পড়ে এক নারী মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছিলেন। পরে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

(ঢাকা টাইমস/০৪নভেম্বর/এসএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কাজী নজরুলকে ‘জাতীয় কবি’ ভূষিত করে শিগগিরই প্রজ্ঞাপন 
ধর্মীয় নেতাদের সঙ্গে সংলাপে বসছেন প্রধান উপদেষ্টা
প্রিজাইডিং অফিসারকে লাঞ্ছিতের মামলায় শাহিন চেয়ারম্যানের বিরুদ্ধে চার্জশিট দাখিল
বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মৃত্তিকা দিবস পালিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা