মাদারীপুরে ৩০ কেজি গাজাসহ ২ নারী আটক

মাদারীপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ নভেম্বর ২০২৪, ০৯:২২
অ- অ+

মাদারীপুরের রাজৈর উপজেলার ঘোষালকান্দি গ্রামে ৩০ কেজি গাঁজা ও নগদ টাকাসহ দুই জনকে আটক করেছে পুলিশ।

সোমবার রাতে জেলার পুলিশ সুপার মো. সাইফুজ্জামানের দিক নির্দেশনা ও এসআই শেখ নুরুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

আটককৃতরা হলেন- মাদারীপুরের রাজৈর উপজেলার ঘোষালকান্দি পশ্চিম পাড়া গ্রামের মিনজাল ফকিরের ভাড়াটিয়া খাদিজা বেগম (৩০) ও একই বাড়ির ভাড়াটিয়া কাজল বেগম (৩২)।

পুলিশ সূত্রে জানা যায়, আটক দুজনেই ফরিদপুরের ভাঙ্গা উপজেলার তালকান্দা গ্রামের বাসিন্দা। দীর্ঘদিন ধরে এরা মাদক ব্যবসার সঙ্গে জড়িত।

এ ব্যাপারে মাদারীপুর জেলার পুলিশ সুপার মো. সাইফুজ্জামান বলেন, ‘মাদকবিরোধী অভিযানে দুজনকে ৩০ কেজি গাঁজাসহ আটক করা হয়েছে। যার মূল্য আনুমানিক ছয় লাখ টাকা। এ ঘটনায় রাজৈর থানায় মামলা হয়েছে। মাদকবিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।’

(ঢাকাটাইমস/০৫নভেম্বর/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
স্বর্ণের দাম আবারও বেড়েছে
ইসরাইলি ড্রোন হামলায় ইরানের পুলিশ প্রধানসহ নিহত ২
চট্টগ্রামে পিকআপ-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩
ঠাকুরগাঁও সীমান্ত দিয়ে ২৩ জনকে পুশইন 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা