মাদারীপুরে ৩০ কেজি গাজাসহ ২ নারী আটক

মাদারীপুরের রাজৈর উপজেলার ঘোষালকান্দি গ্রামে ৩০ কেজি গাঁজা ও নগদ টাকাসহ দুই জনকে আটক করেছে পুলিশ।
সোমবার রাতে জেলার পুলিশ সুপার মো. সাইফুজ্জামানের দিক নির্দেশনা ও এসআই শেখ নুরুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
আটককৃতরা হলেন- মাদারীপুরের রাজৈর উপজেলার ঘোষালকান্দি পশ্চিম পাড়া গ্রামের মিনজাল ফকিরের ভাড়াটিয়া খাদিজা বেগম (৩০) ও একই বাড়ির ভাড়াটিয়া কাজল বেগম (৩২)।
পুলিশ সূত্রে জানা যায়, আটক দুজনেই ফরিদপুরের ভাঙ্গা উপজেলার তালকান্দা গ্রামের বাসিন্দা। দীর্ঘদিন ধরে এরা মাদক ব্যবসার সঙ্গে জড়িত।
এ ব্যাপারে মাদারীপুর জেলার পুলিশ সুপার মো. সাইফুজ্জামান বলেন, ‘মাদকবিরোধী অভিযানে দুজনকে ৩০ কেজি গাঁজাসহ আটক করা হয়েছে। যার মূল্য আনুমানিক ছয় লাখ টাকা। এ ঘটনায় রাজৈর থানায় মামলা হয়েছে। মাদকবিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।’
(ঢাকাটাইমস/০৫নভেম্বর/এজে)

মন্তব্য করুন