অনশন করা দুই প্রেমিকার একজনকে বিয়ে করলেন শাহীন
ভারতীয় সিরিয়ালের গল্পকে হার মানানো এক প্রেমিককে নিয়ে দুই প্রেমিকার টানাটানির অবসান হলো অবশেষে। গোটা একটা দিন অনেক নাটকীয়তার পর বাড়িতে অনশন করা দুই তরুণীর মধ্যে একজনকে নিয়ে সংসার পাতলেন ঝিনাইদহের যুবক শাহীন।
এ ক্ষেত্রে সিনেমার শেষ দৃশ্যের মতো এক প্রেমিকা ছাড় দিয়েছেন অন্যজনকে। এরপরই রবিবার রাতে জেলার হরিণাকুণ্ডু উপজেলার কাপাশাটিয়া ইউনিয়নের বিবাহ রেজিস্ট্রার আজিজুর রহমান মিনুর বাড়িতে শাহীনের সঙ্গে সেই প্রেমিকার বিবাহ সম্পন্ন হয়।
জানা গেছে, পাত্রীর নাম রুনা খাতুন। তিনি হরিণাকুন্ডু উপজেলার কাপাশাটিয়া ইউনিয়নের ঘোড়াগাছা গ্রামের আবুল কাশেমের মেয়ে। আর শাহীন সদর উপজেলার হলিধানী ইউনিয়নের গাগান্না গ্রামের ইকরামুল হকের ছেলে।
আরও পড়ুন:- এক প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে দুই প্রেমিকার অনশন
প্রতিবেশী ইফাজ উদ্দীন জানান, গত শনিবার বিকালে পাশের গ্রাম থেকে রুনা খাতুন বিয়ের দাবিতে প্রেমিক শাহীনের বাড়িতে আসেন। এ খবর শুনে সাদিয়া নামে আরেক তরুণী একই দাবিতে শাহীনের বাড়িতে অবস্থান নেন। এ পরিস্থিতিতে বিপাকে পড়েন শাহীন ও তার পরিবার।
পরে সাদিয়ার পরিবার শাহীন ও তার পরিবার সম্পর্কে খোঁজখবর নিয়ে স্বেচ্ছায় চলে যান। এরপর রুনার পরিবারের সম্মতিতে তার সঙ্গে শাহীনের বিয়ের সিদ্ধান্ত হয়। রবিবার রাতে পাশের উপজেলার কাজির বাড়িতে তাদের বিয়ে হয়।
শাহিন জানান, তিনি প্রথমে রুনাকেই বিয়ে করতে চেয়েছিলেন। পরে সাদিয়া চলে আসায় সিদ্ধান্ত বদলাতে বাধ্য হন। কিন্তু সাদিয়া যখন স্বেচ্ছায় দাবি ছেড়ে দেন, তখন রুনাকে বিয়ে করতে আর কোনো বাধা থাকে না।
অন্যদিকে রুনা বলেন, ‘আমি প্রথম থেকেই শাহীনকে ভালোবাসি। তাকেই বিয়ে করতে চেয়েছিলাম। পরে ওই মেয়েটি (সাদিয়া) এসে ঝামেলা শুরু করে। তিনি চলে যাওয়ায় আমাদের বিয়ে করতে আর কোনো বাধা ছিল না।’
এর আগে গত শনিবার প্রথমে রুনা এসে শাহীনের বাড়িতে বিয়ের দাবিতে অনশন শুরু করেন। তিনি জানান, শাহীনের সঙ্গে তার দুই বছরের সম্পর্ক। পরিবার থেকে অন্যত্র বিয়ে দিতে গেলে তিনি শাহীনের বাড়িতে এসে ওঠেন। এও জানান, শাহীনকে ছাড়া তিনি কাউকে বিয়ে করবেন না।
এর কিছু সময় পর সাদিয়া এসে একই দাবিতে অনশন শুরু করেন শাহীনের বাড়িতে। তিনি জানান, তাদের দুই মাসের সম্পর্ক। শাহীন তাকে বিয়ের আশ্বাস দিয়েছেন। তবে অবশেষে সাদিয়ার আত্মত্যাগে সংসার গড়ার সুযোগ হলো শাহীন আর রুনার।
(ঢাকাটাইমস/০৫নভেম্বর/এজে)
মন্তব্য করুন