অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের আগে পাকিস্তানের অভিনব অনুশীলন

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ নভেম্বর ২০২৪, ১৪:৪৮
অ- অ+

ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে ফুরফুরে মেজাজে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে এসেছিল পাকিস্তান। তবে সিরিজের শুরুটা ভালো হয়নি মোহাম্মদ রিজওয়ানের দলের। সিরিজের প্রথম ওয়ানডেতে হারের তিক্ত স্বাদ পেয়েছে তারা। মেলবোর্নে প্রথম ওয়ানডেতে বর্তমান চ্যাম্পিয়ন ও স্বাগতিক অস্ট্রেলিয়ার কাছে দারুণ লড়াই করেও ২ উইকেটে হেরে গেছে পাকিস্তান।

ওয়ানডে দল যখন অস্ট্রেলিয়ায় ম্যাচ হেরেছে, তখন টি-টোয়েন্টি দলের সদস্যরা ঘরের মাঠে করেছেন অভিনব এক অনুশীলন। অস্ট্রেলিয়ার বাউন্সি উইকেটের কথা মাথায় রেখে মার্বেলের চাঁই সামনে রেখে অনুশীলন করছেন উসমান খান, ওমাইর বিন ইউসুফরা।

প্রথম ওয়ানডেতে হারের পর এমন অনুশীলনের কারণ ব্যাখ্যা করেছেন টি-টোয়েন্টি দলে থাকা উসমান খান, ‘প্রথম ওয়ানডেতে আমাদের পারফরম্যান্স দেখার পর আমরা বুঝতে পারি অস্ট্রেলিয়ার বাড়তি বাউন্সের জন্য আমাদের প্রস্তুত হতে হবে। মার্বেলের চাঁইয়ে অনুশীলন আমাদের দ্রুতগতির পিচে টাইমিং এবং শট খেলতে আরও সাবলীল করবে।’

অস্ট্রেলিয়ার পিচে চ্যালেঞ্জের কথা স্বীকার করে দলের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী মনোভাব দেখিয়েছেন উসমান খান, ‘দ্রুত উইকেট পড়ে যাওয়া দুই দলের জন্যেই বেশ বিপজ্জনক। খুব দ্রুতই মানিয়ে নেয়াটা আমাদের জন্য তাই বেশ গুরুত্বপূর্ণ।’

এর আগেও অবশ্য অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে মার্বেল পিচে অনুশীলন করেছিল পাকিস্তান। তবে সেটা দলগত না। এককভাবে এমন অনুশীলন করেছিলেন পাকিস্তানের বর্তমান সাদা বলের ক্রিকেট অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। এবার তারই দেখানো পথে অনুশীলন করছে পুরো দল।

সবশেষ পিএসএলে মুলতান সুলতানে মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে খেলে আলোচনায় এসেছিলেন উসমান। এবার জাতীয় দলেও রিজওয়ানের সঙ্গে দেখা যেতে পারে তাকে। নিজের লক্ষ্য নিয়ে এই ব্যাটার জানান, ‘আমার লক্ষ্য রান করে যাওয়া। সেটা আমি চার নম্বরে ব্যাট করি কিংবা অন্য কোথাও।’ এসময় মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে খেলা আন্তর্জাতিক ক্রিকেটেও তাকে সাহায্য করবে বলে জানান এই ব্যাটার।

মেলবোর্নে প্রথম ওয়ানডের পর ৮ নভেম্বর অ্যাডিলেডে দ্বিতীয় এবং ১০ নভেম্বর পার্থে ৩য় ওয়ানডে খেলবে পাকিস্তান ও অস্ট্রেলিয়া। এরপর ১৪ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত চলবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

(ঢাকাটাইমস/ ০৫ নভেম্বর/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আইনশৃঙ্খলা রক্ষায় অপরাধীদের কঠোরভাবে দমন করতে হবে: ডিএমপি কমিশনার
খানসামায় পাটক্ষেত থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার
জুনে ডিএমপির শ্রেষ্ঠ এসি মেহেদী হাসান, ওসি ইফতেখার
১৫ লাখ সরকারি চাকরিজীবী পাবেন উচ্চতর গ্রেড, আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা