জন্মদিনে বিরাট কোহলিকে ‘বিশ্বসেরা’ বললেন নাজমুল হোসেন শান্ত

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ নভেম্বর ২০২৪, ১৬:০৮| আপডেট : ০৫ নভেম্বর ২০২৪, ১৬:৩৮
অ- অ+

বর্তমান ক্রিকেটের অন্যতম সেরা ক্রিকেটার বিরাট কোহলি। ওয়ানডেতে ৫৮ এর বেশি গড়, টেস্ট ও টি-টোয়েন্টিতেও পঞ্চাশ ছুঁই ছুঁই গড় তার। তবে ব্যাট হাতে সময়টা খুব খারাপ যাচ্ছে ভারতের ব্যাটিং কিং বিরাট কোহলির। এর মাঝেই এসে গেল জন্মদিন।

৩৬ বছর পূর্ণ করে ৩৭-এ পা রাখলেন ভারতের সাবেক এই অধিনায়ক। ১৯৮৮ সালের ৫ নভেম্বর দিল্লিতে এক পাঞ্জাবি পরিবারে জন্ম নেন কোহলি। এমন বিশেষ দিনে তিনি শুভেচ্ছায় ভাসছেন। আন্তর্জাতিক ক্রিকেটে ৮০টি শতকের মালিকের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কোহলিকে ‘বিশ্বসেরা’ আখ্যা দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানান শান্ত। টাইগারদের অধিনায়ক লিখেছেন, ‘শুভ জন্মদিন বিশ্বসেরা, দারুণ একটা দিন কাটুক।’

৩৬ পূর্ণ করা কোহলির সময়টা অবশ্য ভালো কাটছে না। বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে ব্যর্থ হয়েছেন। কিন্তু দল সিরিজ জেতায় সেভাবে কোহলি সমালোচনার মুখে পড়েননি সে সময়। কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে ৩ টেস্টের সিরিজে হোয়াইটওয়াশ হয়ে তুমুল সমালোচিত হচ্ছেন তিনি। এই সিরিজের প্রথম টেস্টে প্রথম ইনিংসে রানের খাতা খুলতে না পারলেও দ্বিতীয় ইনিংসে ৭০ রানের ইনিংস খেলেছিলেন কোহলি। কিন্তু পুনে ও মুম্বাইয়ে পরের দুই টেস্টের চার ইনিংস মিলিয়ে মাত্র ২৩ রান করেছেন তিনি।

ভারতীয় দল এই নভেম্বরেই অস্ট্রেলিয়া সফর করবে। বোর্ডার গাভাস্কার ট্রফিতে অজিদের বিপক্ষে পাঁচটি টেস্ট খেলবে রোহিত শর্মার দল। এই সিরিজই কোহলি-রোহিতদের জন্য শেষ সুযোগ মনে করা হচ্ছে। অর্থাৎ ব্যর্থ হলে টেস্ট দল থেকে জায়গা হারাতে পারেন তারা।

(ঢাকাটাইমস/ ০৫ নভেম্বর/এনবিডব্লিউ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পার্বত্য অঞ্চলকে পাশ কাটিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়: প্রধান উপদেষ্টা
নতুন বাংলাদেশে একটি সুন্দর সমাজ গড়তে চায় বিএনপি: আমিনুল হক
জ্যামাইকা টেস্ট: অস্বস্তি নিয়ে লাঞ্চ বিরতিতে বাংলাদেশ
সোনার দাম ভরিতে কমল ১৪৮১ টাকা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা