জাতীয় পার্টির কার্যালয়ের বাড়িটি এস আলমের, রাষ্ট্রীয় সম্পত্তি করতে দুদকে চিঠি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ নভেম্বর ২০২৪, ১৯:৪৮| আপডেট : ০৫ নভেম্বর ২০২৪, ২১:০০
অ- অ+

ঢাকায় জাতীয় পার্টির প্রধান কার্যালয় যে বাড়িতে, সেটি আলোচিত শিল্পগোষ্ঠী এস আলম পরিবারের মালিকানাধীন। রাজধানীর পাইওনিয়ার রোডের ওই বাড়িটি উদ্ধার করে জনগণের কাজে ব্যবহার বা সরকারি সম্পত্তি হিসেবে ব্যবহার করতে দুর্নীতি দমন কমিশনে (দুদক) চিঠি দিয়েছেন মো. মোশাররফ হোসেন নামের এক ব্যক্তি।

দুর্নীতিবিরোধী সংস্থাটির কাছে মঙ্গলবার (০৫ নভেম্বর) জমা দেওয়া ওই চিঠিতে দুদকে তদন্তাধীন এস আলম গ্রুপের অন্যান্য সম্পদের সঙ্গে পাইওনিয়ার রোডের বাড়িটিও জব্দ করার আবেদন করা হয়েছে।

দুদকে দেওয়া মোশাররফ হোসেনের চিঠিটির কপি হাতে পেয়েছে ঢাকা টাইমস। চিঠিতে বলা হয়েছে, ‘৬৬নং পাইওনিয়ার রোডে অবস্থিত বাড়িটি যা এতদিন জাতীয় পার্টির কেন্দ্রীয় অফিস হিসাবে ব্যবহৃত হয়ে এসেছে, সেটি মূলত রাষ্ট্রের সম্পদ লুণ্ঠনকারী বর্তমানে পলাতক এস আলমের মালিকানাধীন একটি বাড়ি। এস আলম ইউনিয়ন ব্যাংকের অর্থায়নে তার মেয়ের নামে এই বাড়িটি খরিদ করেন। বর্তমানে এই বাড়ির দলিল ইউনিয়ন ব্যাংকের জামানত হিসাবে জমা রয়েছে।

ইউনিয়ন ব্যাংকের শেয়ারহোল্ডার হিসেবে এস আলম সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদকে বাড়িটি ব্যবহার করতে দিয়েছিলেন। এরশাদের মৃত্যুর পর তার ভাই জি এম কাদের এই বাড়িটিকে জাতীয় পার্টির অফিস হিসেবে ব্যবহার করতে থাকেন এবং এস আলম এর অর্থায়নে জিএম কাদের তার পার্টি পরিচালনা করে আসছে।

এছাড়া ফ্যাসিস্ট শেখ হাসিনার অন্যতম অর্থ সহায়তাকারী ছিলেন এস আলম। সেই সুযোগ নিয়ে এস আলম রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন করতে পেরেছেন। গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর এস আলম পলাতক রয়েছেন এবং তার যাবতীয় সম্পদ বর্তমানে দুর্নীতি দমন কমিশনের আওতায় রয়েছে। ফলে ৬৬ নং পাইওনিয়ার রোডের বাড়িটিও সরকারের মালিকানায় চলে গেছে। যেহেতু জনগণের সম্পদ লুট করে এস আলম বিপুল বিত্ত-বৈভাবের মালিক হয়েছেন সেহেতু এই বাড়িটিও এখন জনগণের সম্পদ হিসেবে পরিগণিত হতে পারে। সুতরাং এই বাড়িটির এখন বিক্রি করে সেই অর্থ জনগণের কাজে ব্যবহার করা কিংবা সরকারি সম্পত্তি হিসেবে ব্যবহার করা যেতে পারে।’

দুর্নীতি দমন কমিশন সুষ্ঠু তদন্ত করে, যারা বাড়িটি এতদিন অবৈধভাবে ব্যবহার করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং জনগণের সম্পত্তি হিসেবে বাড়িটি উদ্ধার করার ব্যবস্থা গ্রহণ করবে বলে অভিযোগপত্রে আশা ব্যক্ত করেছেন অভিযোগকারী মোশাররফ হোসেন।

(ঢাকাটাইমস/০৫নভেম্বর/এলএম/ইএস)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পার্বত্য অঞ্চলকে পাশ কাটিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়: প্রধান উপদেষ্টা
নতুন বাংলাদেশে একটি সুন্দর সমাজ গড়তে চায় বিএনপি: আমিনুল হক
জ্যামাইকা টেস্ট: অস্বস্তি নিয়ে লাঞ্চ বিরতিতে বাংলাদেশ
সোনার দাম ভরিতে কমল ১৪৮১ টাকা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা