‘হাতির পিঠে চড়ে’ খাদের কিনার থেকে ট্রাম্পের ফেরা

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ০৬ নভেম্বর ২০২৪, ১২:৫৩| আপডেট : ০৬ নভেম্বর ২০২৪, ১৩:৪৫
অ- অ+

ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটনকে হারিয়ে আট বছর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েছিলেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। সেবার তার স্লোগান ছিল ‘মেইক আমেরিকা গ্রেট এগেইন’। আর এবার হোয়াইট হাউজে যাওয়ার পথে ডেমোক্র্যাট প্রার্থী কমালা হ্যারিসকে পেছনে ফেলেছেন ট্রাম্প।

নানা বিশৃঙ্খলা আর ঘরে-বাইরে সমালোচনার মধ্যে হোয়াইট হাউজে চার বছর কাটান রিপাবলিকান এই প্রেসিডেন্ট। পরে ২০২০ সালের নির্বাচনেও প্রেসিডেন্ট পদে লড়েছিলেন ট্রাম্প। সেবার চরম নাটকীয়তার মধ্যে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের কাছে হেরে যান তিনি।

তবে ওই পরাজয়কে কখনোই মেনে নেননি ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট ট্রাম্প। ২০২০ সালের নির্বাচনে হারার পর ট্রাম্প সমর্থকরা ক্যাপিটলে হামলাও করে। ওই হামলাকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে এক কুখ্যাত এক অধ্যায় হিসেবে বিবেচনা করা হয়।

এরপর চার বছর নানা ঘটনা, রাশিয়ার সঙ্গে আঁতাত নিয়ে তদন্ত, একাধিক যৌন হয়রানির অভিযোগ, ট্যাক্স রিটার্ন মামলা, এমনকি তাকে হত্যাচেষ্টার ঘটনা, সবকিছু মিলিয়ে ধারণা করা হচ্ছিল ট্রাম্পের রাজনৈতিক ক্যারিয়ারই হয়ত শেষ হয়ে গেল।

তবে আবারও ভোটের মঞ্চে আবারো বিস্ময়কর প্রত্যাবর্তন ঘটে ট্রাম্পের। মঙ্গলবারের ভোটে ট্রাম্প জিতে গেলে সেটি হবে ‘একবার হেরে যাওয়ার পর দ্বিতীয় চেষ্টায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট’ হওয়ার দ্বিতীয় ঘটনা। আর পুনরায় ট্রাম্প হবেন হোয়াইট হাউজের বাসিন্দা। আর সত্যিই তেমন কিছু হলে খুব বেশি অবাক হওয়ার মতো কিছু থাকবে না।

এরই মধ্যে আসতে থাকা ফলাফলে এগিয়ে রয়েছেন ট্রাম্প। প্রতিদ্বন্দ্বি ডেমোক্র্যাট প্রার্থী কমলাও তার কাছাকাছি রয়েছেন। আমেরিকাকে ‘শ্রেষ্ঠত্বের মুকুট’ পরানোর প্রতিশ্রুতি ছিল ট্রাম্পের। আগের বার ২৩২ ইলেকটোরাল ভোট পেয়ে হেরে যান।

আর এবার সব বাধা পেরিয়ে ট্রাম্প শেষ পর্যন্ত হোয়াইট হাউজের দখল নিতে যাচ্ছেন বলে ভোটের সবশেষ ফলাফলে আভাস মিলেছে। ২০১৬ সালে হাতির পিঠে চড়ে প্রেসিডেন্ট হওয়া ট্রাম্পের হাতে এবারও হোয়াইট হাউজের চাবি উঠছে, বলাই যায়।

(ঢাকাটাইমস/০৬নভেম্বর/ডিএম)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বগুড়ায় কয়েল কারখানায় জরিমানা 
সার্ক পুনরুজ্জীবিত হলে পুরো অঞ্চলে কল্যাণ বয়ে আনবে: প্রধান উপদেষ্টা
পর্তুগালে বিজয় দিবস উদযাপন উপলক্ষে সংবাদ সম্মেলন
আমিনুল হকের সঙ্গে উত্তরা প্রেসক্লাবে কার্যনির্বাহী কমিটির মতবিনিময়
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা