যুক্তরাষ্ট্রের জনগণকে ধন্যবাদ, এটি স্মরণীয় মুহূর্ত: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের পথে থাকা রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প দেশটির জনগণকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি প্রত্যয় রেখেছেন প্রতি মুহূর্তে আমেরিকানদের পাশে থাকবেন।
পেনসিলভেনিয়াসহ গুরুত্বপূর্ণ তিনটি সুইং স্টেট জয়ের পর ডোনাল্ড ট্রাম্প ফ্লোরিডায় সমর্থকদের উদ্দেশে দেওয়া বক্তৃতায় নিজের জয় ঘোষণা করেন। বলেন, এটি তার জীবনের স্মরণীয় মুহূর্ত।
ভাষণে ট্রাম্প বলেন, ‘যুক্তরাষ্ট্রের জনগণ নজিরবিহীন রায় দিয়েছে। তাদের রায়কে গুরুত্ব দিয়ে আমি যুক্তরাষ্ট্রকে সোনালী যুগে নিয়ে যাবো।’
ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মঞ্চে তার রানিং মেট জেডি ভ্যান্স, স্ত্রী মেলানিয়া ট্রাম্প ও তার প্রচারণা দলের সদস্যরা উপস্থিত ছিলেন।
ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প এখন পর্যন্ত ২৬৭টি ইলেকটোরাল কলেজ ভোট পেয়েছেন। কমলা হ্যারিস পেয়েছেন ২২৪টি। জয়ের জন্য প্রয়োজন ২৭০টি ইলেকটোরাল কলেজ ভোট।
রিপাবলিকানরা পেনসিলভানিয়া, নর্থ ক্যারোলিনা এবং জর্জিয়ার ‘যুদ্ধক্ষেত্র রাজ্যগুলোকে’ জয় তুলে এনেছে।
২০২০ সালে জো বাইডেনের কাছে হেরে যাওয়ার পরে হোয়াইট হাউসে ফিরে আসা একটি অসাধারণ প্রত্যাবর্তন হবে ট্রাম্পের জন্য।
(ঢাকাটাইমস/০৬নভেম্বর/ডিএম)
মন্তব্য করুন