রাজবাড়ীতে বান্ধবীর জন্মদিনের খাবার খেয়ে ১৩ শিক্ষার্থী অসুস্থ

বান্ধবীর জন্মদিনের খাবার খেয়ে রাজবাড়ী সদরের দামুকদিয়া দুর্গাপুর আব্দুল আজিজ উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ১৩ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে।
অসুস্থদের মধ্যে সাতজনকে রাজবাড়ী সদর হাসপাতালে ও দুজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি চারজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছে।
বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ী জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফারিয়া রিফাত চৌধুরী।
এর আগে বুধবার রাজবাড়ী সদর উপজেলার দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
রাজবাড়ী জেলা সদর হাসপাতালে ভর্তি শিক্ষার্থীরা হলো– অন্তরা বিশ্বাস (১২), প্রীতি (১২), হিয়া খাতুন (১২), সুরভী (১৩) ও তৃষা (১৪)। এছাড়াও সুমিত্রা, তন্দ্রা, জয়া ও নদী প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছে। আঁখি (১২) ও রাফিয়ার (১৩) শারীরিক অবস্থা খারাপ হওয়ায় তাদের ফরিদপুরে রেফার করা হয়েছে।
জানা গেছে, দুপুরে টিফিনের পর দামুকদিয়া দুর্গাপুর আব্দুল আজিজ উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ১৩ শিক্ষার্থী বান্ধবী স্নিগ্ধার জন্মদিন উপলক্ষে তাদের বাড়িতে যায়। সেখানে তারা ইলিশ-খিচুড়ি খায়। পরে তারা গান্ধিমারা বাজারের উত্তম সাহার দোকান থেকে কেনা কেক ও চকোবিন খায়। এরপর তারা স্কুলে আসার পর একে একে অসুস্থ হয়ে পড়ে।
অসুস্থ শিক্ষার্থীরা জানায়, চকোবিনের কিছু প্যাকেটে মেয়াদ ছিল না দেখার পর সেগুলো পাল্টে এনে খেয়েছে। এরপর থেকে তাদের কারও কারও মাথা ও পেট ব্যথা শুরু হয়।
জাহাঙ্গীর নামের একজন অভিভাবকের অভিযোগ, ওই বাড়ির খাবার খেয়ে কেউ অসুস্থ হয়নি। ধারণা করা হচ্ছে দোকানের খাবার খেয়ে ওরা অসুস্থ হয়েছে। কারণ ওই দোকানে মেয়াদোত্তীর্ণ এবং নিম্নমানের খাবার ছিল।
দামুকদিয়া দুর্গাপুর আব্দুল আজিজ উচ্চ বিদ্যালয়ের সমাজ বিজ্ঞানের শিক্ষক রেহানা পারভীন বলেন, টিফিনের পর আমি ক্লাসে গিয়ে দেখি মেয়েরা নেই। কয়েকজনকে জিজ্ঞাসা করলে বলে ওরা স্নিগ্ধার জন্মদিন উপলক্ষে ওদের বাড়ি গেছে। পরে ওরা স্কুলে আসার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। মেয়েরা স্নিগ্ধাদের বাসায় খাবার খেয়ে দোকানের কেক কিনে খেয়েছে। এখন কি কারণে এই অবস্থা হয়েছে বলতে পারছি না। বিদ্যালয়ের সাতজন শিক্ষার্থী রাজবাড়ীতে ও দুজন ফরিদপুরে ভর্তি আছে, চারজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছে।
রাজবাড়ী জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফারিয়া রিফাত চৌধুরী জানান, দুই শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুরে পাঠানো হয়েছে। রাজবাড়ীতে ভর্তি আছে সাতজন। ধারণা করা হচ্ছে ফুড পয়জনিংয়ের কারণে তারা অসুস্থ হয়ে পড়েছে।(ঢাকা টাইমস/০৭নভেম্বর/এসএ)

মন্তব্য করুন