রান্না ঘরে মুরগি ঢোকায় অন্তঃসত্ত্বা গৃহবধূকে পিটিয়ে হত্যা

ধামরাই (ঢাকা) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ নভেম্বর ২০২৪, ১৮:৪৫
অ- অ+

ঢাকার ধামরাইয়ে শাশুড়ির রান্না ঘরে মুরগি ঢোকাকে কেন্দ্র করে কুলসুম আক্তার (৩০) নামে চার মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আমিনা (৬০) নামে নানি শাশুড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের পাইকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহতের ভাই মো. ইকবাল হোসেন বাদী হয়ে চারজনের বিরুদ্ধে ধামরাই থানায় মামলা করেছেন।

নিহত কুলসুম আক্তার (৩০) ধামরাইয়ের ভাড়ারিয়া ইউনিয়নের পাইকপাড়া এলাকার ইয়ার হোসেনের স্ত্রী। তিনি পাঁচ বছরের এক ছেলে সন্তানের মা ও চার মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

গ্রেপ্তার আমিনা খাতুন ধামরাইয়ের কুশুরা ইউনিয়নের বান্নাখোলা এলাকার বাসিন্দা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ছয় বছর আগে পারিবারিকভাবে ইয়ার হোসেনের সঙ্গে কুলসুম আক্তারের বিয়ে হয়। তখন থেকেই তার সঙ্গে পরিবারের সদস্যরা ঝগড়া বিবাদ করতো। এরই জেরে সকালে শাশুড়ির রান্না ঘরে গৃহবধূর পালিত মুরগি যাওয়াকে কেন্দ্র করে তর্ক বাঁধে। একপর্যায়ে অভিযুক্তরা তাকে শ্বাসরোধ করে ও মারপিট করে হত্যা করেন। তার কপালের ডান চোখের পাশে রক্তাক্ত জখম, মুখ, পিঠসহ সারা গায়ে জখমের চিহ্ন দেখা যায়।

পুলিশ জানায়, সকালের দিকে পারিবারিক কলহের জেরে মারামারি সংক্রান্ত বিবাদে হত্যার ঘটনা ঘটে। খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রেপ্তার নানি শাশুড়ি ১০-১২ দিন আগে বেড়াতে মেয়ের বাড়ি আসেন।

ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের নানি শাশুড়িকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

(ঢাকা টাইমস/০৭নভেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টঙ্গীতে প্রতিবন্ধী তরণীকে হাত-পা বেঁধে নির্যাতন করে হত্যা 
নুসরাত ফারিয়ার বিষয়ে তদন্ত হচ্ছে, নির্দোষ হলে ছেড়ে দেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত বাইডেন দুই মাসের মধ্যে মারা যেতে পারেন: লরা লুমার
ফ্যাসিবাদের পতন হলেও গণতন্ত্র পুনরুদ্ধার হয়নি: নজরুল ইসলাম খান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা