স্বৈরাচার শেখ হাসিনা কীভাবে পালিয়ে গেছেন তা সবাই দেখেছে: বাবুল

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ নভেম্বর ২০২৪, ২০:০৩
অ- অ+

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল বলেছেন, ‘জিয়া পরিবার কখনো অন্যায়ের সঙ্গে আপস করেনি। আর আমরা কখনো দেশ ছেড়ে পালিয়েও যাইনি। ফ্যাসিবাদ স্বৈরাচার শেখ হাসিনা কীভাবে পালিয়ে গেছেন তা সবাই দেখেছে। আবার তার লোকজন পালাতে গিয়ে ধরা খাচ্ছে তাও সবাই দেখছে।’

বৃহস্পতিবার বিকালে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সোনারগাঁ উপজেলা বিএনপির উদ্যোগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা বাসস্ট্যান্ড এলাকায় এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শক্তি কিংবা ভয় দেখিয়ে নয় ইনসাফ এবং উদারতা দিয়ে মানুষের মন জয় করুন জনগণের ভালবাসা অর্জন করুন দেশনায়ক তারেক রহমানের এ উক্তি মনে করিয়ে দিয়ে তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি আগামীতে বিএনপি জনগণের পূর্ণ সমর্থন নিয়ে ক্ষমতায় আসবে। আর সে জন্য বিএনপি এমন কোনো কাজ করবে না যাতে করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়।’

এ সময় তিনি বলেন, ‘আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হাজার হাজার মাইল দূরে বসেও বিএনপির নেতৃত্ব দিচ্ছেন এবং পরিচালনা করছেন।’

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, বিএনপির মোগরাপাড়া ইউনিয়নের সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক নিজামুদ্দিন, পৌর বিএনপির সভাপতি শাহজাহান সাধারণ সম্পাদক মোতালেব প্রমুখ।

(ঢাকা টাইমস/০৭নভেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টঙ্গীতে প্রতিবন্ধী তরণীকে হাত-পা বেঁধে নির্যাতন করে হত্যা 
নুসরাত ফারিয়ার বিষয়ে তদন্ত হচ্ছে, নির্দোষ হলে ছেড়ে দেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত বাইডেন দুই মাসের মধ্যে মারা যেতে পারেন: লরা লুমার
ফ্যাসিবাদের পতন হলেও গণতন্ত্র পুনরুদ্ধার হয়নি: নজরুল ইসলাম খান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা