শেখ হাসিনা ও তাঁর দোসরদের দেশে আর ফিরতে দেওয়া হবে না: মনির

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ নভেম্বর ২০২৪, ১৮:০২
অ- অ+

বিজেএমইএ’র সম্মিলিত পরিষদের সভাপতি ও বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনির বলেছেন, ‘স্বৈরাচারী শেখ হাসিনা ও তার প্রেতাত্মারা এ দেশে আবারো ফিরে আসতে বিভিন্ন প্রকার ষড়যন্ত্র চালাচ্ছেন। স্বৈরাচারী হাসিনা ও তাঁর দোসরদের এ দেশে আর ফিরে আসতে দেওয়া হবে না।’ রবিবার বিকালে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের তারাব পৌরসভার রূপসী এলাকায় জাতীয় সংসতি দিবস উপলক্ষ্যে র‌্যালি ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কাজী মনিরুজ্জামান মনির বলেন, ‘শেখ হাসিনা ও তার নেতাকর্মীরা ১৫ বছর ক্ষমতায় থাকাকালীন সময় সাধারণ মানুষের ওপর ব্যাপক অত্যাচার ও নির্যাতন চালিয়েছেন। আওয়ামী লীগের নেতাকর্মীরা হাজার হাজার কোটি টাকা লুট ও বিদেশে পাচার করেছে। আওয়ামী লীগের প্রেতাত্মাদের আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না। একটি নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার আগ পর্যন্ত সাধারণ মানুষকে সাথে নিয়ে আমাদের লড়াই চলবে। রূপগঞ্জবাসীকে বলতে চাই আমরা আপনাদের যেকোনো প্রয়োজনে পাশে আছি।’

এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক নাসির উদ্দিন নাসির, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহাবুব রহমান, তারাব পৌর যুবদলের সদস্য সচিব কাজী আহাদ, রূপগঞ্জ উপজেলা যুবদল নেতা আবু মোহাম্মদ মাসুম প্রমুখ।

(ঢাকা টাইমস/১০নভেম্বর/এসএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৬১তম মৃত্যুবার্ষিকী আজ
বিশ্বে প্রথম সুপার ফুড খেজুরের কোমল পানীয় মিলাফ কোলা এখন বাজারে
শেখ হাসিনার সেই ‘৪০০ কোটির পিয়নকে’ দেখা গেছে নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেটে
আপনার সন্তানের কিডনির খেয়াল রাখবে যেসব সবজি ও ফল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা