পাথরঘাটায় আবারও বরফ কল মালিকদের সিন্ডিকেটে জিম্মি মৎস্যজীবীরা ‎

‎পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ নভেম্বর ২০২৪, ১৩:৪৫
অ- অ+

মাছ ধরায় ‎২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হতে না হতেই আবারও বরফকল মালিকদের সিন্ডিকেটের মুখে জিম্মি হয়ে পড়েছে বরগুনার পাথরঘাটা উপজেলার উপকূলীয় জেলে ও মৎস্যজীবীরা। বরফকল মালিকরা সিন্ডিকেটের মাধ্যমে দ্বিগুণেরও বেশি দামে বিক্রি করছে বরফ। অবরোধের মধ্যে বরফের দাম নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা, মাঝে মাঝে ৩০০ টাকাও বিক্রি করা হয়েছে ছোট ট্রলারের জেলেদের কাছে। এক সময় প্রতি ক্যান বরফ বিক্রি হতো ৭০ থেকে ৮০ টাকায়। পরবর্তীতে সিন্ডিকেটের মাধ্যমে প্রতি ক্যান বরফ বিক্রি করা হতো ১৫০ থেকে ১৭০ টাকায়। অবরোধের শেষ সময় যখন ট্রলারগুলো সাগরে যাত্রা করবে এর পূর্ব মুহুর্ত থেকেই মালিকরা বরফের দাম বৃদ্ধি করে দেন। আর এ সময় বাধ্য হয়ে বরফকল থেকে চড়া দামে ক্রয় করে সাগরে যেতে হয় জেলেদের।

‎অতিরিক্ত দামে বরফ বিক্রি ও বরফ কল মালিকদের সিন্ডিকেট নিয়ে গত ৮ সেপ্টেম্বর বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় 'বরফ কল মালিকদের সিন্ডিকেটের মুখে জিম্মি জেলে ও মৎস্যজীবীরা' শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর বরফ কল মালিকদের সিন্ডিকেট ভেঙে দেন পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রোকনুজ্জামান খান। মাত্র দুই মাসের মাথায় আবারও সিন্ডিকেটের মাধ্যমে ২০০ টাকায় বরফ বিক্রি হচ্ছে। হঠাৎ এমন দাম বৃদ্ধিতে বিপাকে পড়েছেন জেলেরা।

‎জেলেদের অভিযোগ বরফ কল মালিকদের সিন্ডিকেটের মাধ্যমে বরফের দাম বাড়িয়ে তাদের টুঁটি চেপে ধরেছে। প্রশাসনের পদক্ষেপ নেয়ার পরেও তারা ২২ দিনের অবরোধ শুরু থেকেই আবার মাথা চাড়া দিয়ে উঠেছে।

‎এ বিষয়ে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, ‘সিন্ডিকেটের মাধ্যমে ১৫০ টাকায় বরফ বিক্রি করা নিয়ে গত ১০ সেপ্টেম্বর পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরফ কল মালিকদের নিয়ে এক সভার মাধ্যমে বরফ কল মালিকদের সিন্ডিকেট ভেঙে ফেলা হয়। সিন্ডিকেট ভাঙার পর আবার সিন্ডিকেট করে ১৫০ টাকা থেকে ২০০ টাকায় বিক্রি করা হচ্ছে। কোন ট্রলার মালিক এর প্রতিবাদ করলে তার কাছে বরফ বিক্রি করা হয় না। সবমিলিয়ে জেলেরা চরম বিপাকে।’

‎এ দিকে নাম বলতে অনিচ্ছুক এক বরফ কলের ম্যানেজার বলেন, ‘বরফ কল মালিক সমিতি সকলকে ২০০ টাকায় বিক্রি করতে বলেছে। ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু থেকে শেষ পর্যন্ত সকল বরফ কল মালিকরা ২০০ টাকায় বরফ বিক্রি করেছে। আজ থেকে মালিক সমিতি বরফের দাম কমিয়ে ১৫০ টাকায় বিক্রি করছে।’

‎পাথরঘাটা বরফকল মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. সেলিম চৌধুরী জানান, পাথরঘাটায় বরফ কল নিয়ে কোনো সিন্ডিকেট হচ্ছে না। যারা এই অভিযোগগুলো করে তারা সবাই মিথ্যে বলেছে। এখানে যে যার মতো করেই বরফ বিক্রি করে।

সকল বরফ কলের সামনেই ২০০ টাকা করে বিক্রির চার্ট দেয়া ও অতিরিক্ত ৩০০ করে নেয়া এবং স্লিপ এর মাধ্যমে নির্দিষ্ট বরফ কল থেকেই ক্রয় করতে হবে কেন? এমন প্রশ্ন করলে তিনি মুঠোফোনে প্রতিবেদকের সাথে উত্তেজিত হয়ে বলেন, ‘আপনারা সাংবাদিক তাই আমাদের ঝামেলা করেন। কেন বারবার এই বিষয়টা নিয়ে সমস্যা করেন?’

আপনারা যদি এরকমের করেন তাইলে বরফ কল বন্ধ করে দিবেন বলেও জানান তিনি।

‎পাথরঘাটা সহকারী কমিশনার (ভুমি) মো. এমাদুল হোসেন জানান, এর আগেও বরফ কলের সিন্ডিকেটের বিষয়টি নিয়ে বেশ কয়েকবার বসা হয়েছে। তখন তারা কোনো সিন্ডিকেট থাকবে না বলে অঙ্গিকার করেছিলো। জেলেদের মাধ্যমে আবারো অতিরিক্ত দামে বরফ বিক্রি করার অভিযোগ এসেছে।

বিষয়টি নিয়ে প্রত্যেকটি বরফ কলে একই দামে বিক্রি করার বিষয়টি অবগত হয়েছি। সবকটি বরফ কলে একই দামে বিক্রি করার কোনো সুযোগ নেই। এক একটি কলে এক এক রকমের উৎপাদন খরচ হয়। বিষয়টি নিয়ে আইনানুগ ব্যাবস্থা নেয়া হবে।

(ঢাকা টাইমস/১১নভেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় মা ও ৬ মাসের শিশুসহ ১১ জন নিহত
'সীমান্ত গৌরবে' বিজিবি মহাপরিচালকের শ্রদ্ধা
ডিসেম্বরে নির্বাচন হবে, এমনই বিশ্বাস রাখতে চাই: মির্জা আব্বাস 
স্বাধীনতা দিবসে ঘরে বসেই দেখুন মুক্তিযুদ্ধের সাড়া জাগানো এই সিনেমাগুলো
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা