৫ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ
আফগানিস্তানের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই করে বাংলাদেশ। প্রথম ৮ ওভার ১ বলেই তুলে নেয় ৫৩ রান। তবে পরের ৫ রান তুলতেই সাজঘরে ফিরে গেলেন ৩ ব্যাটার।
আজ (সোমবার) সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। বাংলাদেশের হয়ে আজ ওপেনিংয়ে নামেন সৌম্য সরকার ও তানজিদ হাসান তামিম। শুরু থেকেই দেখেশুনে কেরতে থাকেন তারা। প্রথম ৮ ওভার ১ বলেই তারা তুলে নেন ৫৩ রান। তবে এর পরেই ঘটে ছন্দপতন।
নবম ওভারের তৃতীয় বলেই আজমাতউল্লাহ ওমারজাইয়ের শিকার হয়ে সাজঘরে ফিরে যান টাইগার ওপেনার সৌম্য সরকার। আউট হওয়ার আগে করেন ২৩ বলে ২৪ রান। তার বিদাযে ৫৩ রানে ওপেনিং জুটি ভাঙে বাংলাদেশের।
সৌম্যের বিদায়ের পর একে একে সাজঘরে ফিরে যান তানজিদ হাসান ও জাকির হাসান। তানজিদ হাসান ২৯ বলে ১৯ রান করে ও শান্তর বদলে একাদশে জায়গা পাওয়া জাকির হাসান ৭ বলে ৪ রান করে রান আউটের শিকার হয়ে ফিরে যান সাজঘরে। এই দুই ব্যাটারের দ্রুত বিদায়ে ৫৮ রানে ৩ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ।
কুঁচকির ইনজুরিতে পড়ায় গুরুত্বপূর্ণ ম্যাচটিতে খেলছেন না বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার জায়গায় আজ আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবারের মতো নেতৃত্ব দিচ্ছেন মেহেদী হাসান মিরাজ। সেই সঙ্গে বাংলাদেশের ১৩তম ক্রিকেটার হিসেবে ক্যারিয়ারের শততম ওয়ানডে ম্যাচ খেলতে নেমেছেন তিনি।
সিরিজ জয়ের লক্ষ্যে দুটি পরিবর্তন নিয়ে নামছে বাংলাদেশ। শান্তর জায়গায় দলে ফিরেছেন জাকির হাসান। এ ছাড়া পেসার তাসকিন আহমেদের জায়গায় অভিষেক হচ্ছে আরেক পেসার নাহিদ রানার।
বাংলাদেশ একাদশ সৌম্য সরকার, তানজিদ হাসান, জাকির হাসান, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী (উইকেটরক্ষক), নাসুম আহমেদ, নাহিদ রানা, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
আফগানিস্তান একাদশ রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), সেদিকুল্লাহ আটাল, রহমত শাহ, হাশমতুল্লাহ শাহিদি (অধিনায়ক), আজমতুল্লাহ ওমরজাই, গুলবাদিন নায়েব, মোহাম্মদ নবী, রশিদ খান, নাঙ্গেলিয়া খারোতে, এএম গজানফার, ফজল হক ফারুকী।
(ঢাকাটাইমস/১১ নভেম্বর/এনবিডব্লিউ)
মন্তব্য করুন