মিরাজ-মাহমুদউল্লাহর জোড়া অর্ধশতকে বিপর্যয় কাটিয়ে উঠছে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ নভেম্বর ২০২৪, ১৮:৫৬| আপডেট : ১১ নভেম্বর ২০২৪, ১৯:৫৬
অ- অ+

আফগানিস্তানের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই করে বাংলাদেশ। প্রথম ৮ ওভার ১ বলেই তুলে নেয় ৫৩ রান। তবে পরের ৫ রান তুলতেই সাজঘনের ফিরে যান ৩ ব্যাটার। যার ফলে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। দলের বিপদ আরও বাড়িয়ে সাজঘরে ফিরে যান তাওহীদ হৃদয়ও।

এরপরেই জুটি গড়েন মেহেদী হাসান মিরাজ ও মাহমুদউল্লাহ রিয়াদ। এই দুই ব্যাটারই তুলে নিয়েছেন অর্ধশতক। তাদের জোড়া অর্ধশতকে ভর করে বিপর্যয় কাটিয়ে উঠছে বাংলাদেশ।

এই প্রতিবেদন লেখার সময় ৪২ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ১৮৩ রান। ৫২ রান নিয়ে উইকেটে আছেন মিরাজ। অপর অপরাজিত ব্যাটার মাহমুদউল্লাহর সংগ্রহ ৬৩ রান।

আজ (সোমবার) সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। বাংলাদেশের হয়ে আজ ওপেনিংয়ে নামেন সৌম্য সরকার ও তানজিদ হাসান তামিম। শুরু থেকেই দেখেশুনে কেরতে থাকেন তারা। প্রথম ৮ ওভার ১ বলেই তারা তুলে নেন ৫৩ রান। তবে এর পরেই ঘটে ছন্দপতন।

নবম ওভারের তৃতীয় বলেই আজমাতউল্লাহ ওমারজাইয়ের শিকার হয়ে সাজঘরে ফিরে যান টাইগার ওপেনার সৌম্য সরকার। আউট হওয়ার আগে করেন ২৩ বলে ২৪ রান। তার বিদাযে ৫৩ রানে ওপেনিং জুটি ভাঙে বাংলাদেশের।

সৌম্যের বিদায়ের পর একে একে সাজঘরে ফিরে যান তানজিদ হাসান ও জাকির হাসান। তানজিদ হাসান ২৯ বলে ১৯ রান করে ও শান্তর বদলে একাদশে জায়গা পাওয়া জাকির হাসান ৭ বলে ৪ রান করে রান আউটের শিকার হয়ে ফিরে যান সাজঘরে। এই দুই ব্যাটারের দ্রুত বিদায়ে ৫৮ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।

৫৮ রানে ৩ উইকেট হারানোর পর জুটি গড়েন মেহেদেী হাসান মিরাজ ও তাওহীদ হৃদয়। তবে তারাও ব্যর্থ হন নিজেদের জুটিকে বেশিদূর নিয়ে যেতে। দলীয় ৭২ রানে তাওহীদ হৃদয়ের বিদায়ে ১৪ রানেই ভেঙে যায় এই জুটি। ১৪ বলে মাত্র ৭ রান করে শিদ খানের বলে গুলবাদিন নাইবের হাতে ক্যাচ তুলে দিয়ে প্যাভিলিয়নে ফিরে যান তাওহীদ হৃদয়।

হৃদয়ের বিদায়ের পর ক্রিজে আসেন অভিজ্ঞ ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদ। মেহেদী হাসান মিরাজকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন তিনি। আগের দুই ম্যাচে দ্রুত ফিরে গেলেও তৃতীয় ম্যাচে আজ তিনি তুলে নেন অর্ধশতক। আফগানদের বিপক্ষে আজ তিনি ৬৩ বলে তুলে নিয়েছেন অর্ধশতক। এটি তার ওয়ানডে ক্যারিয়ারের ২৯তম ফিফটি।

মাহমুদউল্লাহর পর অর্ধশতক তুলে নিয়েছেন মেহেদী হাসান মিরাজও। আপগানদের বিপক্ষে তিনি ১০৬ বলে তুলে নিয়েছেন অর্ধশতক। এটি তার ওয়ানডে ক্যারিয়ারের তম ফিফটি। এই দুই র জোড়া অর্ধশতকে ভর করে বিপর্যয় কাটিয়ে উঠছে বাংলাদেশ।

কুঁচকির ইনজুরিতে পড়ায় গুরুত্বপূর্ণ ম্যাচটিতে খেলছেন না বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার জায়গায় আজ আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবারের মতো নেতৃত্ব দিচ্ছেন মেহেদী হাসান মিরাজ। সেই সঙ্গে বাংলাদেশের ১৩তম ক্রিকেটার হিসেবে ক্যারিয়ারের শততম ওয়ানডে ম্যাচ খেলতে নামছেন তিনি।

সিরিজ জয়ের লক্ষ্যে দুটি পরিবর্তন নিয়ে নামছে বাংলাদেশ। শান্তর জায়গায় দলে ফিরেছেন জাকির হাসান। এ ছাড়া পেসার তাসকিন আহমেদের জায়গায় অভিষেক হচ্ছে আরেক পেসার নাহিদ রানার।

বাংলাদেশ একাদশ : সৌম্য সরকার, তানজিদ হাসান, জাকির হাসান, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী (উইকেটকিপার), নাসুম আহমেদ, নাহিদ রানা, শরীফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

আফগানিস্তান একাদশ: রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), সেদিকউল্লাহ আটাল, রহমাত শাহ, হাশমতউল্লাহ শাহিদি (অধিনায়ক), আজমাতউল্লাহ ওমারজাই, মোহাম্মদ নবি, গুলবাদিন নাইব, রশিদ খান, আল্লাহ্‌ মোহাম্মদ গাজানফার, নানগেয়ালিয়া খারোটে ও ফজলহক ফারুকি।

(ঢাকাটাইমস/১১ নভেম্বর/এনবিডব্লিউ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নতুন বাংলাদেশে একটি সুন্দর সমাজ গড়তে চায় বিএনপি: আমিনুল হক
জ্যামাইকা টেস্ট: অস্বস্তি নিয়ে লাঞ্চ বিরতিতে বাংলাদেশ
সোনার দাম ভরিতে কমল ১৪৮১ টাকা
ছয় বিভাগে এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা