বুটেক্সে বাঁধনের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি

বুটেক্স প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ নভেম্বর ২০২৪, ২০:১০| আপডেট : ১১ নভেম্বর ২০২৪, ২০:১৯
অ- অ+

‘একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন’ এই স্লোগানকে সামনে রেখে স্বেচ্ছায় রক্তদানের সংগঠন বাঁধন, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) ইউনিটের উদ্যোগে ৫০ তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিশ্ববিদ্যালয়ের পকেট গেটের সামনে এই সংগঠনটি ২৬৫ জন শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করে। এই কর্মসূচি বেলা ১১টায় শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত চলে।

এ কার্যক্রম পরিদর্শনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, ‘বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি একটি ভালো উদ্যোগ। এমন অনেকেই আছে যারা নিজের ব্লাড গ্রুপ জানে না। আজকের এই কর্মসূচির মাধ্যমে তারা নিজেদের রক্তের গ্রুপ সম্পর্কে অবগত হবে। আমাদের বিশ্ববিদ্যালয়ের কারোর রক্তের প্রয়োজন হলে বাঁধনকে সবসময় পাশে পাওয়া যায়।’

এসময় উপস্থিত ছিলেন রেজিস্ট্রার কাবেরী মজুমদার, ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. রিয়াজুল ইসলাম, ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. ইমদাদ সরকার, ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. এ.টি.এম ফয়েজ আহমেদ, ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক তৌফিকা সিদ্দিকা প্রমুখ।

সংগঠনটির সভাপতি ইমন কুমার সাহা বলেন, ‘আমাদের সংগঠনটি শিক্ষার্থীদের মাধ্যমে ঢাকা এবং এর আশপাশের জেলাগুলোতে রোগীদের প্রয়োজন অনুযায়ী রক্ত সরবরাহ করে থাকে। বাঁধনের সামাজিক কাজগুলোর মধ্যে নবীনদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় একটি। এই কার্যক্রমের মাধ্যমে নবীন শিক্ষার্থীরা তাদের রক্ত গ্রুপ জানতে পারবে এবং পাশাপাশি অনেকেই রক্তদানে উৎসাহিত হবে।’

সংগঠনটির সাধারণ সম্পাদক আফিফ ইসলাম সাজিদ বলেন, ‘নবীন শিক্ষার্থীদের একাংশ রক্তের গ্রুপ জানে না। আমরা বিনামূল্যে তাদের রক্তের গ্রুপ নির্ণয় করে দিচ্ছি এবং রক্তদানে উৎসাহী করার জন্য কাজ করছি। এই কার্যক্রম সফল করার জন্য যারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে তাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।’

(ঢাকা টাইমস/১১নভেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে সমাবেশ শেষে এনসিপির পদযাত্রায় হামলা, পুলিশ সুপারের কার্যালয়ে আশ্রয় নিলেন নেতারা
বাংলামোটরে এনসিপি কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ
গোপালগঞ্জে এনসিপির সমাবেশস্থলে ছাত্রলীগের হামলা, ককটেল বিস্ফোরণ
মিটফোর্ডে সোহাগ হত্যা: মামলার এজাহার থেকে পাঁচজনের নাম বাদ দেয় কে? জানালেন ডিএমপি কমিশনার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা