হাবিপ্রবি উপাচার্যের সঙ্গে শিক্ষার্থীদের মতবিনিময় সভা

হাবিপ্রবি প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ নভেম্বর ২০২৪, ২১:০৮
অ- অ+

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. এনামউল্যার সঙ্গে শিক্ষার্থীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

হল সুপার কাউন্সিলের আয়োজনে মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে অডিটোরিয়াম-১ এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

হল সুপার কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. মো. আবু সাঈদ মন্ডলের সভাপতিত্বে ও ফজিলাতুন্নেছা মুজিব হলের হল সুপার অধ্যাপক ড. মো. মোশারফ হোসেন ভূঞার সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন হাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. এনামউল্যা।

বিশেষ অতিথি ছিলেন প্রো ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম সিকদার।

সভায় আরও উপস্থিত ছিলেন প্রক্টর, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক, বিভিন্ন হলের হল সুপারসহ অন্যান্য শিক্ষক-কর্মকর্তাবৃন্দ।

এসময় উপাচার্য অধ্যাপক ড. মো. এনামউল্যা বলেন, ‘তোমাদের সমস্যা ও বিভিন্ন অভিযোগগুলো জানার জন্যই আমি আজকের মতবিনিময় সভার উদ্যোগ নিয়েছি। এর প্রধান লক্ষ্য হলো সীমিত সম্পদের মাঝেও যেন আমরা তোমাদের দাবিগুলো অ্যাড্রেস করার চেষ্টা করতে পারি। এখন তোমরা এসে যদি তোমাদের কথাগুলো উপস্থাপন না করো, সেক্ষেত্রে খুব বেশি কিছু করার থাকে না। তোমরা যারা আজ এসেছো তোমাদের দাবীগুলো নিয়ে আমরা কাজ করবো।’

(ঢাকা টাইমস/১২নভেম্বর/এসএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শেখ হাসিনার ‘বিদ্বেষমূলক বক্তব্য’ প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে ট্রাইব্যুনালে আবেদন
আইনজীবী সাইফুল হত্যা মামলার প্রধান আসামি ভৈরবে গ্রেপ্তার
হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৬১তম মৃত্যুবার্ষিকী আজ
বিশ্বে প্রথম সুপার ফুড খেজুরের কোমল পানীয় মিলাফ কোলা এখন বাজারে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা