বিয়ের প্রলোভনে কিশোরীর সঙ্গে প্রতারণা, ছাত্রদল নেতা বহিষ্কার

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ নভেম্বর ২০২৪, ১৬:৪০
অ- অ+

গাজীপুরের কালিয়াকৈরে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীর সঙ্গে অনৈতিক সম্পর্ক স্থাপন টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে একজন ছাত্রদল নেতাকে বহিষ্কার করেছে সংগঠনের কেন্দ্রীয় কমিটি।

মঙ্গলবার (১২ নভেম্বর) দিবাগত রাতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব সাধারণ সম্পাদক নাছির উদ্দিন এই বহিষ্কারাদেশ অনুমোদন করেন। পরে ছাত্রদলের ব্যবহৃত প্যাডে সংবাদ বিজ্ঞপ্তিতে বহিষ্কারাদেশ প্রকাশ করে দলটি।

বহিষ্কৃত ছাত্রদল নেতা হলেন, গাজীপুরের কালিয়াকৈর পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সারোয়ার হোসেন হৃদয়। তিনি কালিয়াকৈর পৌরসভার নম্বর ওয়ার্ড ডাইনকিনি এলাকার যুবদল নেতা জিয়ারত আলীর ছেলে।

জানা যায়, প্রায় দুই বছর ধরে ঢাকা জেলার আশুলিয়া থানার বলিভদ্র এলাকার বাসিন্দা আব্দুর রহমানের মেয়ে তাবাচ্ছুম আক্তারের সাথে সম্পর্কে জড়ান ছাত্রদল নেতা হৃদয়। বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময় আর্থিক সহযোগিতাসহ রাজনৈতিক মামলায় নিজেকে নিরাপদ রাখতে ওই কিশোরীর বাড়িতেই থাকতেন হৃদয়। তাদের মধ্যে একাধিকবার অনৈতিক সম্পর্কও হয়। একপর্যায়ে গত আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর ওই মেয়েকে বিবাহ করতে অস্বীকার জানান হৃদয়।

নিয়ে হৃদয় তার পরিবার ওই কিশোরীকে মারধর করে। একপর্যায়ে তাকে একাধিকবার ধর্ষণ করে বলে অভিযোগ তুলে ভুক্তভোগী কিশোরী আদালতে ধর্ষণ মামলা করে। পরে বিষয়টি দলীয় ঊর্ধ্বতন নেতাদের দৃষ্টি গোচর হলে দলীয় শৃঙ্খলা ভঙ্গ বলে গণ্য হয়। পরে দলীয়ভাবেই তাকে বহিষ্কার করা হয়।

ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেন।

(ঢাকাটাইমস/১৩নভেম্বর/মোআ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ছয় বিভাগে এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী
পাংশায় কৃষকদের মাঝে সুদমুক্ত ঋণ বিতরণ
লাখাইয়ে শ্মশান কালী পূজায় বিএনপি নেতৃবৃন্দ 
পাচার হওয়া টাকা ফেরত আনতে আন্তর্জাতিক সংস্থার সঙ্গে কাজ করছে সরকার: প্রেস সচিব
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা