ভোটাধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: রবি

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১৩ নভেম্বর ২০২৪, ২০:৪৬
অ- অ+

ফ্যাসিস্ট আওয়ামী লীগ অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার চেষ্টা করছে মন্তব্য করে বিএনপি নেতা শেখ রবিউল আলম বলেছেন, আওয়ামী লীগের যে কোনো অপচেষ্টা প্রতিহত করবে জনগণ। অন্তর্বর্তীকালীন সরকার ঐক্যমত্যের সরকার। এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না।

বুধবার বিকালে রাজধানীর ধানমন্ডিতে পতিত স্বৈরাচার হাসিনা ও তার দোষরদের অস্থিরতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি একথা বলেন।

রবি বলেন, ফ্যাসিস্টের পতন হলেও এখনো একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ব্যাবস্থা ফিরে আসেনি। তাই মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত, রাজপথে থেকে এই সরকারকে সহযোগিতা করতে হবে।

এই ফ্যাসিস্ট শক্তির ওপর ভর করে দলের ভেতরে কোনো নেতা সুবিধা নেয়ার চেষ্টা করলে তাদেরকেও প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দেন শেখ রবিউল আলম।

এর আগে ফ্যাসিস্টদের সাম্প্রতিক কর্মকাণ্ডের প্রতিবাদে শেখ রবিউল আলমের নেতৃত্বে মিছিল করেন বিএনপি নেতাকর্মীরা। রাজধানীর সায়েন্সল্যাব মোড় থেকে শুরু হয় এই মিছিলটি। সেখান থেকে সিটি কলেজের সামনে থেকে জিগাতলা মোড় হয়ে ধানমন্ডি ৩/এ তে এসে শেষ হয়।

মিছিলে ঢাকা-১০ সংসদীয় আসনের বিএনপি ও অঙ্গসংগঠনের এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন

ঢাকাটাইমস/১৩নভেম্বর/জেবি/ইএস

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রশাসক নিয়োগ দিয়ে বায়রার নির্বাচন করতে হাইকোর্টের নির্দেশ
ট্র্যাব অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক রুহুল আমিন ভূঁইয়া
ঢাকা-মাওয়া মহাসড়কে গুলিতে নিহত তরুণীর প্রেমিক গ্রেপ্তার
শ্রীপুরে অজ্ঞাত গাড়িচাপায় নারী শ্রমিকের মৃত্যু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা