বেশি বেশি চুমু খান, শীতে ঠোঁট ফাটবে না!

ফিচার ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ নভেম্বর ২০২৪, ১০:৩৮
অ- অ+

প্রকৃতিতে ঋতুর হিসেবে শীত আসতে বেশি দেরি নাই। তবে বৈচিত্র্যের কারণে গ্রাম বাংলায় অনেক আগেই শীতের আমেজ শুরু হয়ে গিয়েছে। ঋতু পরিবর্তিত পরিবেশে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় আমাদের ত্বকসহ মুখের ঠোঁট। কারণ শীতকালে ঠোঁটের ত্বক শুষ্ক থাকে। ফলে ঠোঁট ফাটতে দেখা যায়। শুষ্কতা রোধে অনেকে বারবার জিহ্বা দিয়ে ঠোঁট ভেজান। কিন্তু এতে ফাটা বন্ধ হয় না; বরং আরও বাড়ে। ভেজলিন, বোরোলিন কিংবা লিপ বাম। শীত পরলেই পকেটে, ব্যাগে এদের উপস্থিতি। ঠোঁট ফাটা থেকে বাঁচতে এগুলো একেবারেই মাস্ট। কিন্তু জানেন, আপনি যদি নিয়মিত গভীর চুম্বনে মিশে থাকেন, তাহলে শীত থাকবে, তবুও ঠোঁট ফাটবে না!

বিশেষজ্ঞরা বলছেন, চুম্বন ঠোঁটের সবচেয়ে ভালো ব্যায়াম। গভীর ঠোঁটঠাসা চুম্বনে রক্তসঞ্চালন বাড়ে। আর এতে ঠোঁটের স্বাস্থ্যও ভালো থাকে। শুধু এখানেই শেষ নয়, চুমুর সময় সঙ্গীর স্যালাইভা ঠোঁটে লাগলে, তা ঠোঁটের চামড়ার শুষ্কতা দূর করে। আর শুষ্কতা দূর হলেই, ঠোঁট ফাটবে কম।

বিশেষজ্ঞদের মতে, চুমু খাওয়ার সময় কিছুক্ষণ উপরের ঠোঁটে ঠোঁট রাখুন। তার পর কিছুক্ষণ পর ঠোঁট রাখুন নিচের ঠোঁটে। এরকম লিপ এক্সারসাইজেই ঠোঁটের চামড়া নরম হবে। তবে হ্য়াঁ, রাতে শোয়ার আগে একটু ভেজলিন বা বোরোলিন মেখে নিলে, ঠোঁট আরও সুন্দর হয়ে উঠবে।

অনেকেই ইতিমধ্যেই ত্বকে শীতের টান ভাব অনুভব করছেন। অনেকেরই ঠোঁট ফাটছে। বিশেষজ্ঞরা বলছেন, শুরু থেকেই সর্তক থাকুন। ঠোঁট বেশিমাত্রায় ফাটার আগেই শুরু করে দিন ঠোঁটের চর্চা।

(ঢাকাটাইমস/১৩ নভেম্বর/আরজেড)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গিনিতে ফুটবল মাঠে রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত প্রায় ১০০
আমু-কামরুলকে বুধবার ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় নিয়ে বড়োসড়ো প্রশ্ন সোহেল তাজের
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় নির্মাণ কাজের উদ্বোধন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা