বগুড়ায় গৃহবধূ হত্যা: রিমান্ড শেষে ছেলে সাদ‌ কারাগারে

বগুড়া প্রতি‌নি‌ধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ নভেম্বর ২০২৪, ২১:০৯| আপডেট : ১৬ নভেম্বর ২০২৪, ২১:৪১
অ- অ+

বগুড়ায় মাকে হত্যার অভিযোগে গ্রেপ্তার ছেলে সাদ-বিন-আজিজুর রহমানকে রিমান্ড শেষ আজ শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় জেল হাজতে পাঠিয়েছে আদালত। বিষয়টি নিশ্চিত রেছেন বগুড়া কোর্ট ইন্সপেক্টর মোসাদ্দেক হোসেন।

এর আগে গত ১১ নভেম্বর সাদকে মায়ের সন্দেভাজন হত্যাকারী হিসেবে গ্রেপ্তার করে র‌্যাব। পরে তাকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়।

শনিবার রিমান্ড শেষে সাদকে দুপচাঁচিয়া আমলি আদালতে তুললে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান তাকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন। সাদের পক্ষে আজ কেউ জামিন আবেদন করেননি বলে জানান কোর্ট ইন্সপেক্টর।

মামলার তদন্ত কর্মকর্তা নাজমুল ইসলাম লে, ‘আদালতে পাঠাতে বিলম্ব হওয়ায় হয়তো তার জামিন আবেদন করা সম্ভব হয়নি।’

এর আগে গতকাল বগুড়া পুলিশের মিডিয়া উইং থেকে জানানো হয়, গৃহবধূ উম্মে সালমা হত্যার ঘটনায় ড়িত থাকার অভিযোগে তাদের বাসার ভাড়াটিয়া মাবিয়া বেগম, তার সহযোগী মো. মোসলেম, সুমন রবিদাসকে গ্রেপ্তার রা য়। রে তাদের আদালতে পাঠালে মোসলেম ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। অন্য দুজন জবানবন্দি না দেয়ায় তাদে দুই দিনের রিমান্ডে নেয়া য়।

(ঢাকাটাইমস/১৬নভেম্বর/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অভিমানী পদত্যাগ করলে হারবে দেশ, জিতবে ভারত: রাশেদ প্রধান 
জনগণ দুর্নীতিবাজ উপদেষ্টাদের রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় না : আমিনুল হক 
যতটুকু দরকার ততটুকু সংস্কার শেষে নির্বাচন দিতে হবে: নজরুল ইসলাম খান  
প্রধান উপদেষ্টা নয়, বিতর্কিত তিন উপদেষ্টার পদত্যাগ চায় বিএনপি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা