বগুড়ায় গৃহবধূ হত্যা: রিমান্ড শেষে ছেলে সাদ কারাগারে

বগুড়ায় মাকে হত্যার অভিযোগে গ্রেপ্তার ছেলে সাদ-বিন-আজিজুর রহমানকে রিমান্ড শেষ আজ শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় জেল হাজতে পাঠিয়েছে আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া কোর্ট ইন্সপেক্টর মোসাদ্দেক হোসেন।
এর আগে গত ১১ নভেম্বর সাদকে মায়ের সন্দেভাজন হত্যাকারী হিসেবে গ্রেপ্তার করে র্যাব। পরে তাকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়।
শনিবার রিমান্ড শেষে সাদকে দুপচাঁচিয়া আমলি আদালতে তুললে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান তাকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন। সাদের পক্ষে আজ কেউ জামিন আবেদন করেননি বলে জানান কোর্ট ইন্সপেক্টর।
মামলার তদন্ত কর্মকর্তা নাজমুল ইসলাম বলেন, ‘আদালতে পাঠাতে বিলম্ব হওয়ায় হয়তো তার জামিন আবেদন করা সম্ভব হয়নি।’
এর আগে গতকাল বগুড়া পুলিশের মিডিয়া উইং থেকে জানানো হয়, গৃহবধূ উম্মে সালমা হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাদের বাসার ভাড়াটিয়া মাবিয়া বেগম, তার সহযোগী মো. মোসলেম, ও সুমন রবিদাসকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের আদালতে পাঠালে মোসলেম ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। অন্য দুজন জবানবন্দি না দেয়ায় তাদের দুই দিনের রিমান্ডে নেয়া হয়।
(ঢাকাটাইমস/১৬নভেম্বর/মোআ)

মন্তব্য করুন