আরাকান আর্মির ধরে নিয়ে যাওয়া ৫ জেলের মধ্যে একজনের মরদেহ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ নভেম্বর ২০২৪, ০০:০০
অ- অ+

কক্সবাজারের উখিয়ার নাফনদী থেকে মাছ ধরার সময় পাঁচ জেলেকে ধরে নিয়ে গিয়েছিল মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। দুদিন পর তাদের মধ্যে একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকালে বাংলাদেশ ও মিয়ানমার সীমান্ত সংলগ্ন পালংখালী ইউনিয়নের রহমতের বিল এলাকার নাফ নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মরদেহ উদ্ধার হওয়া জেলের নাম ছৈয়দুল বশর (১৯)। তিনি উখিয়ার পালংখালী ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের আঞ্জুমানপাড়ার মৃত মোহাম্মদ হোসেনের ছেলে।

পালংখালী ইউনিয়নের চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী জানান, গত ১৪ নভেম্বর নাফ নদীতে মাছ ধরতে গিয়েছিল পাঁচ জেলে। খবর পাওয়া যায়, মিয়ানমারের আরাকান আর্মির সদস্যরা তাদের ওপারে ধরে নিয়ে গেছে। দুদিন পর একজনের লাশ পাওয়া গেল। অপর চারজনের ব্যাপারে কোনো ধরনের তথ্য নেই।

নিখোঁজ চার জেলে হলেন— পূর্ব ফারিরিবিল এলাকার মনজুর আলমের ছেলে মোহাম্মদ ইউছুফ, নুর মোহাম্মদের ছেলে লুৎফুর রহমান, জিয়াবিল হকের ছেলে সাইফুল ইসলাম ও মুহাম্মদ আবদুল্লাহর ছেলে ইউছুফ জালাল।

এ বিষয়ে উখিয়া থানার ওসি মোহাম্মদ আরিফ হোছাইন বলেন, সকালে সীমান্তের রহমতের বিল এলাকার নাফ নদীতে একটি মরদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে লাশটি উদ্ধারের পর পরিচয় নিশ্চিত হওয়া যায়। প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে লাশটি পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

(ঢাকাটাইমস/১৬নভেম্বর/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অভিমানী পদত্যাগ করলে হারবে দেশ, জিতবে ভারত: রাশেদ প্রধান 
জনগণ দুর্নীতিবাজ উপদেষ্টাদের রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় না : আমিনুল হক 
যতটুকু দরকার ততটুকু সংস্কার শেষে নির্বাচন দিতে হবে: নজরুল ইসলাম খান  
প্রধান উপদেষ্টা নয়, বিতর্কিত তিন উপদেষ্টার পদত্যাগ চায় বিএনপি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা