ভিসা আবেদনের প্রক্রিয়া সম্পন্ন করতে মার্কিন দূতাবাসে বেগম খালেদা জিয়া

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২৭ নভেম্বর ২০২৪, ১৫:৩৪| আপডেট : ২৭ নভেম্বর ২০২৪, ১৬:৫০
অ- অ+

মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনে আঙ্গুলের ছাপ দিতে জন্য দেশটির দূতাবাসে গেলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বুধবার (২৭ নভেম্বর) দুপুর ২টা ২২ মিনিটে দূতাবাসে প্রবেশ করেন তিনি। এর আগে মার্কিন দূতাবাসের উদ্দেশে বাসা থেকে রওনা দেন।

দলীয় সূত্রে জানা গেছে, আগামী ডিসেম্বরের শুরুর দিকে বিএনপি চেয়ারপারসন যুক্তরাজ্য যাবেন। দেশটির লন্ডনে রয়েছেন খালেদা জিয়ার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

যুক্তরাজ্য থেকে পরে উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়া যুক্তরাষ্ট্র বা জার্মানিতে যেতে পারেন। সেই জন্য যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদন করেন সাবেক এ প্রধানমন্ত্রী।

সর্বশেষ ২০১৭ সালের ১৬ জুলাই চিকিৎসা নিতে যুক্তরাজ্যে যান খালেদা জিয়া। এরপর ওই বছরের ১৮ অক্টোবর দেশে ফিরেন। সেসময় খালেদা জিয়া যুক্তরাজ্যের চিকিৎসক ডা. হ্যাডলি ব্যারির চিকিৎসাসেবা নিয়েছিলেন।

খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুস, কিডনি জটিলতা, আর্থ্রাইটিস, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন। তার রক্তনালিতে অস্ত্রোপচার করা হয় গত বছরের ২৭ অক্টোবর। যুক্তরাষ্ট্র থেকে তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক এনে এ অস্ত্রোপচার করা হয়েছিল। এছাড়া গত ২৫ জুন এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার হৃদযন্ত্রে পেসমেকার বাসানো হয়।

(ঢাকাটাইমস/২৭নভেম্বর/ডিএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চাঁদপুরে কোরবানির জন্য প্রস্তুত ৬২ হাজার পশু
পূবাইলে শ্রমিক দল নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন 
এবার সস্ত্রীক কারাগারে সেই মিল্টন সমাদ্দার
বোট ওয়ার্কশপ কোস্ট গার্ডের আধুনিকায়নে সরকারের সদিচ্ছার প্রতিফলন: স্বরাষ্ট্র উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা