ইসকন নিষিদ্ধ চায় হেফাজত, জুমার পর বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৯ নভেম্বর ২০২৪, ০৯:৩৩| আপডেট : ২৯ নভেম্বর ২০২৪, ১৫:১৮
অ- অ+

চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে এবং ইসকনকে নিষিদ্ধ করার দাবিতে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম ঢাকা মহানগর।

আজ শুক্রবার জুমার নামাজের পর বায়তুল মোকাররমের উত্তর গেটে এ কর্মসূচি পালিত হবে।

এর আগে বৃহস্পতিবার রাজধানীর মোহাম্মদপুরে হেফাজতে ইসলামের ঢাকা মহানগর শাখার বৈঠক শেষে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

বৈঠকে অংশ নেওয়া নেতারা দেশের পরাজিত শক্তি হিন্দুদের একটি অংশকে ব্যবহার করে বিশৃংখলা ও নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে বলে অভিযোগ করেন। তারা বলেন, “ইসকন দেশকে অস্থিতিশীল করার অপতৎপরতা চালাচ্ছে।”

এসময় উগ্রবাদী সংগঠন হিসেবে ইসকনকে নিষিদ্ধ করার জোর দাবি জানান হেফাজত নেতারা।

(ঢাকাটাইমস/২৯নভেম্বর/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সেই আইনজীবীর বিরুদ্ধে মানহানির মামলা করবেন মারিয়া মিম
জবিতে প্রথম বর্ষ প্রথম সেমিস্টার ক্লাস শুরু ২২ জুন
খুলনায় ট্যাংকলরি-মাহিন্দ্র সংঘর্ষ, নিহত ৩
বাংলাদেশের বর্তমান শিক্ষা ব্যবস্থার দুর্দশার হালচাল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা