বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট: ভেজা আউটফিল্ডের কারণে টসে বিলম্ব
পাকিস্তানে ঐতিহাসিক সিরিজ জয়ের পর টানা পাঁচ টেস্টে হারের তিক্ত স্বাদ পেয়েছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচেও ২০১ রানের বিশাল ব্যবধানে হেরেছে টাইগাররা। সিরিজের দ্বিতীয় ম্যাচটা টাইগারদের জন্য তাই বাঁচা-মরার লড়াই।
সাবিনা পার্কে আজ শনিবার (৩০ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ৯টায় দ্বিতীয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হওয়ার কথা ছিল বাংলাদেশ। সেই হিসেবে বাংলাদেশ সময় রাতে সাড়ে আটটায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল টস। তবে সেটি হয়নি। মূলত উইকেটের আশেপাশের জায়গায় ও আউটফিল্ড ভেজা থাকায় টসে বিলম্ব হচ্ছে।
বাংলাদেশ সময় রাত ৯টা ৪৫ মিনিটে পর্যবেক্ষণে যাবেন ম্যাচ অফিসিয়ালসরা। এরপর টস এবং খেলা শুরুর সময় নিয়ে সিদ্ধান্ত নেবেন তারা।
অ্যান্টিগায় সিরিজের প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের কাছে ২০১ রানের বড় ব্যবধানে হারে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশ। ফলে দ্বিতীয় টেস্টটি দাঁড়িয়েছে টাইগারদের জন্য বাঁচামরার লড়াইয়ে। দুই ম্যাচের সিরিজ বাঁচাতে হলে এই টেস্ট জিততেই হবে বাংলাদেশকে।
(ঢাকাটাইমস/৩০ নভেম্বর/এনবিডব্লিউ)
মন্তব্য করুন