ভারতের আশীর্বাদ নয় জনগণের সমর্থন নিন: রাজনীতিকদের আসিফ মাহমুদ
ভারতের আশীর্বাদ নয়, দেশের জনগণের সমর্থনের ওপর ভরসা রাখার জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি তাগিদ দিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন, সমবায় এবং যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া। তিনি বলেছেন, জনগণ পাশে না থাকলে কারও সমর্থনই কাজে আসে না। শেখ হাসিনাকে ভারত একক সমর্থন দিয়েও ক্ষমতায় রাখতে পারেনি। বাংলাদেশের মানুষ তাকে কলঙ্কজনকভাবে বিদায় করেছে।
শনিবার বিকেলে কুমিল্লার মুরাদনগর উপজেলা সদরের ডিআর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বিশাল গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তরুণ উপদেষ্টা।
তরুণ প্রজন্মকে যার যার জায়গা থেকে ভবিষ্যতের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, ‘তরুণ প্রজন্মই আগামীর নতুন বাংলাদেশের নেতৃত্ব দেবে। আমরা যদি নিজেরা নিজেদের জায়গা থেকে সঠিকভাবে দায়িত্ব পালন করি তাহলে স্বপ্ন একদিন বাস্তবায়ন হবেই।’
দেশে নানা ষড়যন্ত্র হচ্ছে বলে সতর্ক করেন আসিফ মাহমুদ। তবে একই সঙ্গে তিনি বলেন, ‘আমরা ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই আমাদের বিচলিত করতে পারবে না। পতিত ফ্যাসিস্ট হাসিনার কোনো চক্রান্তই এখন আর কাজে আসবে না। ছাত্র-জনতা ঐক্যবদ্ধ হয়ে পরিস্থিতির ওপর সজাগ দৃষ্টি রাখছে।’
বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা ধারণা তৈরি হয়েছে যে ভারতের আশীর্বাদ ছাড়া ক্ষমতায় যাওয়া যাবে না- একে খুবই দুঃখজনক হিসেবে উল্লেখ করেন উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি বলেন, ‘জনগণ পাশে না থাকলে কারও সমর্থনই কাজে আসে না। শেখ হাসিনাকে ভারত একক সমর্থন দিয়েও ক্ষমতায় রাখতে পারেনি। বাংলাদেশের মানুষ তাকে কলঙ্কজনকভাবে বিদায় দিয়েছে।’
রাজনৈতিক দলগুলোর উদ্দেশে উপদেষ্টা বলেন, ‘আপনারা যদি আওয়ামী লীগের মতো পরিণতি বরণ করতে না চান, তাহলে জনগণের পাশে দাঁড়ান, জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করুন।’
কুমিল্লা বিভাগ বাস্তবায়ন নিয়েও কথা বলেন উপদেষ্টা আসিফ মাহমুদ। পতিত শেখ হাসিনা সরকারের আমলে কুমিল্লাকে নানাভাবে পিছিয়ে রাখা হতো উল্লেখ করে উপদেষ্টা বলেন, ‘কুমিল্লাবাসীর দীর্ঘদিনের আকাঙ্ক্ষা কুমিল্লা বিভাগ বাস্তবায়ন। কিন্তু শেখ হাসিনা এখানে বিভাগ বাস্তবায়ন করতে দেননি। আগামী দিনে কুমিল্লা নামেই কুমিল্লা বিভাগ বাস্তবায়ন করা হবে।’ এ জন্য সরকারের সব বিভাগের সঙ্গে আলোচনা এবং খুব দ্রুত কুমিল্লায় বিভাগ বাস্তবায়নের কার্যক্রম পরিচালনার চেষ্টা করবেন বলে জানান সরকারের উপদেষ্টা।
মুরাদনগরের উন্নয়নে তার আগ্রহের কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন, ‘ইতিপূর্বে মুরাদনগরে ২০টি উন্নয়ন প্রকল্প বরাদ্দ দেওয়া হয়েছে। খেলাধুলার উন্নয়নে এ উপজেলায় বরাদ্দ দেওয়া হবে। শিক্ষার দিক থেকে মুরাদনগর অনেকটা পিছিয়ে রয়েছে। আমরা মুরাদনগরের শিক্ষার উন্নয়নে কাজ করব। নাগরিক সেবাসহ সব সেক্টরে দৃশ্যমান উন্নয়ন করা হবে।’
এদিকে নিজের এলাকার সন্তান আসিফ মাহমুদকে একনজর দেখতে উপজেলার ২২টি ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার হাজার হাজার মানুষ সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হন। নিজ এলাকার গর্বিত সন্তানকে নিয়ে সর্বস্তরের জনতা উচ্ছ্বাস প্রকাশ করেন।
মুরাদনগর উপজেলার আকাবপুর গ্রামের কৃতী সন্তান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। নানা প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে তিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ উপদেষ্টার দায়িত্ব পালন করছেন। তাই তাকে নিয়ে রীতিমতো গর্ব করছে মুরাদনগরের সর্বস্তরের মানুষ।
উপদেষ্টার গণসংবর্ধনায় উপস্থিত ছিলেন বিএনপি, জামায়াত, হেফাজত, চরমোনাই, গণঅধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। তাছাড়া সুশীল সমাজ, ব্যবসায়ী, শিক্ষকসহ নানা শ্রেণি-পেশার নেতারা উপস্থিত ছিলেন।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকসুদ জাহেদী, স্থানীয় সরকার বিভাগের সচিব মো. নজরুল ইসলাম, উপদেষ্টার একান্ত সচিব মো. আবুল হাসান, উপদেষ্টার সহকারী একান্ত সচিব মো. মোয়াজ্জেম হোসেন, কুমিল্লার জেলা প্রশাসক আমিরুল কায়সার, সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান সমন্বয়কারী গোলাম কিবরিয়া সরকার, জামায়াতে ইসলামীর সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ইউসুফ হাকিম সোহেল, কেন্দ্রীয় সমন্বয়ক তারিকুল ইসলাম, ব্যবসায়ী ও সমাজ সেবক কাজী জুন্নুন বসরী, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আবু জাহের মুন্সি, মনিরুল হক জজ, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক আমিরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মিনহাজুল আবেদীন, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার নেছার আলম সরকার, ব্রিগেডিয়ার অব নুরুল মোমেন, উপজেলা জামায়াতের আমির আ ন ম ইলিয়াস প্রমুখ।
এর আগে দুপুর ১২টায় আসিফ মাহমুদ মুরাদনগর উপজেলা পরিষদে উপস্থিত হন। এ সময় গার্ড অব অনার গ্রহণ করে উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় এবং হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। বিকেলে তিনি নিজ গ্রাম আকাবপুরে এলাকাবাসীর সাথে কুশল বিনিময় করেন।
(ঢাকাটাইমস/৩০নভেম্বর/মোআ)
মন্তব্য করুন