উত্তরায় কিশোর গ্যাং নেতা ‘চিকা মুন্না’ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ ডিসেম্বর ২০২৪, ২০:২৫| আপডেট : ০১ ডিসেম্বর ২০২৪, ২০:২৮
অ- অ+

রাজধানীর উত্তরায় অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে ইমরান হোসেন (২৪) ওরফে চিকা মুন্নাসহ কিশোর গ্যাংয়ের সাত সদস্যকে আটক করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান ঢাকা টাইমসকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত ১২ নভেম্বর রাতে ভুক্তভোগী শাখাওয়াত হোসেন ও তার বন্ধু মো. আলমগীর হোসেন উত্তরা জমজম টাওয়ারের সামনে থেকে হাউজ বিল্ডিংয়ে যাওয়ার জন্য অটোরিকশা নেন। তখন ওই স্থান থেকে আটককৃতদের মধ্যে এক কিশোর হাউজ বিল্ডিং এ যাওয়ার কথা বলে তাদের সঙ্গে একই রিকশায় ওঠেন। তারা উত্তরা আধুনিক মেডিকেল কলেজের সামনে পৌঁছালে আটককৃত কিশোর শাখাওয়াত ও তার বন্ধুকে কৌশলে ৭ নম্বর সেক্টরের লেক ড্রাইভ রোডের শুটিং হাউজের পেছনে নিয়ে যায়। সেখানে কিশোর গ্যাংয়ের ৭/৮ জন পূর্ব হতে অবস্থান করছিল।

একপর্যায়ে তারা শাখাওয়াত ও তার বন্ধুকে জোরপূর্বক লেক বাউন্ডারির ভেতর নির্জন জায়গায় নিয়ে ধারালো চাকু দিয়ে হত্যার ভয় দেখিয়ে তাদের নিকট থেকে দুটি মোবাইল ও নগদ ১৯ হাজার ৬০০ টাকা ছিনিয়ে নেয়। এছাড়া পরবর্তীতে তারা দুজনকে আটক রেখে বাদীর পিতার নিকট দুই লাখ টাকা চাঁদা দাবি করে। বাদীর বাবা চাঁদা দিতে অস্বীকার করলে তারা বাদী ও তার বন্ধুকে শারীরিকভাবে নির্যাতন করে। পরবর্তীতে বাদী ও তার বন্ধুকে লেকের পাড়ে রেখে কৌশলে মোটরসাইকেল ও রিকশাযোগে পালিয়ে যায়।

এ ঘটনায় বাদীর অভিযোগের পর উত্তরা পশ্চিম থানায় একটি মামলা রুজু হয়। এ মামলায় পুলিশ উত্তরার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে একটি মোটরসাইকেল, একটি চাকু, দুটি মোবাইল ফোন ও দুই হাজার নগদ টাকা উদ্ধার করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

(ঢাকাটাইমস/০১ডিসেম্বর/এলএম/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সার্ক সাংবাদিক ফোরাম ইউএইর কমিটি ঘোষণা
ভারতে বাংলাদেশি নারীকে ধর্ষণের পর হত্যা: বগুড়ায় শিক্ষার্থীদের বিক্ষোভ
রাঙ্গাবালীতে দেড় লাখ মিটার অবৈধ জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস
কলকাতায় সম্মাননা পেলেন নাট্যজন সেলিম রেজা সেন্টু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা