টানা চার হারে কোণঠাসা ম্যানসিটি, উড়ছে লিভারপুল

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ ডিসেম্বর ২০২৪, ১৩:১১
অ- অ+

সময়টা ভালো যাচ্ছে না ম্যানচেস্টার সিটির। ইংলিশ প্রিমিয়ার লিগে হারের বৃত্ত থেকে বের হতে পারছে না তারা। টানা ব্যর্থতায় পর্যদুস্ত দলটি এবার হারলো লিভারপুলের সঙ্গে মর্যাদার লড়াইয়েও।

অ্যানফিল্ডে খেলতে গিয়ে ২-০ গোলের পরাজয় কপালে জুটেছে ম্যানসিটির। এ নিয়ে প্রিমিয়ার লিগে টানা চার ম্যাচ হারলেন আরলিং হালান্ড-ইকার গুন্দোয়ানরা। এতে করে পয়েন্ট তালিকায় দুই থেকে পাঁচ নম্বরে নেমে গেছে বর্তমান চ্যাম্পিয়নরা।

প্রিমিয়ার লিগে ১৬ বছর পর টানা চার ম্যাচ জয়হীন রইলো ম্যানসিটি। সবশেষ তারা এমন তিক্ত অভিজ্ঞতার মুখে পড়েছিল ২০০৮ সালের আগস্টে। গার্দিওলা তার কোচিং ক্যারিয়ারেই টানা চার ম্যাচে এই প্রথমবার হারলেন। সবমিলিয়ে টানা সাত ম্যাচ জয়হীন তার দল।

লিগ লিডার লিভারপুল অ্যানফিল্ডে দাপট দেখিয়েই জিতেছে। নিজেদের মাঠে একের পর এক আক্রমণ করে গেছে আর্নে স্লটের দল। ম্যাচের ১২ মিনিটে কোডি গাকপো এগিয়ে দেন দলকে। মোহাম্মদ সালাহর দুর্দান্ত এক পাস থেকে পায়ের টোকায় বল জালে ঠেলেন ডাচ ফরোয়ার্ড।

দ্বিতীয়ার্ধেও লিভারপুল আক্রমণ করেই গেছে। কিন্তু গোল পাচ্ছিল না। অবশেষে ৭৮ মিনিটে দ্বিতীয় গোলটি আসে পেনাল্টি থেকে। দিয়াজকে ঠেকাতে বক্সের মধ্যে ফাউল করেন সিটির গোলকিপার ওর্তেগা। পেনাল্টি থেকে গোল করেন সালাহ।

ম্যাচে ফিরতে সিটিও চেষ্টা করেছে এই অর্ধে। বেশ কয়েকটি ভালো আক্রমণও করেছে। কিন্তু গোল পায়নি, ভাগ্যও ফেরেনি।

এই জয়ের পর শীর্ষে থাকা লিভারপুলের পয়েন্ট ১৩ ম্যাচে ৩৪। সমান ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আর্সেনাল। ২৩ পয়েন্ট নিয়ে পাঁচে ম্যানসিটি।

(ঢাকাটাইমস/০২ ডিসেম্বর/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
উত্তরা রাজউক জোনাল অফিস ঘেরাও করে মানববন্ধন
জুলাই-আগস্টের নৃশংসতা সম্পর্কে জাতিসংঘের প্রতিবেদন প্রকাশ ফেব্রুয়ারিতে
রংপুরের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে রাজশাহী
নওগাঁয় দেখা নেই সূর্যের, বৃষ্টির মতো ঝরছে শিশির
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা